শুক্রবার কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) দল ঘোষণা করেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। সেই দলে জায়গা হয়নি পোড় খাওয়া স্প্যানিশ ডিফেন্ডার সের্গিও র্যামোসের।
র্যামোসের উপর আস্থা রাখেননি স্পেনের কোচ লুইস এনরিকে। বরং লাপোর্তে, গার্সিয়া, টোরেসের উপর আস্থা রেখেছেন স্পেনের কোচ। এদিন স্পেনের কোচ ফুটবল বিশ্বকাপের দল ঘোষণার র্যামোসের পিএসজি’তে সতীর্থ হাকিমি অবাক হয়েছেন। তিনি ট্যুইট করে নিজের হতাশা প্রকাশ করেছেন। (FIFA World Cup 2022)
Sergio Ramos Best defend in the world 👏🏽
— Achraf Hakimi (@AchrafHakimi) November 11, 2022
এবছর ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরু হতে এখনও দশ দিন বাকি নেই। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণ কারী ৩২ টা দেশ বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করেছে।
ইতিমধ্যে ব্রাজিল, ফ্রান্স এবং ইংল্যান্ড বিশ্বকাপের (FIFA World Cup 2022) দল ঘোষণা করেছে। এবার ২৬ জনের দল ঘোষণা করলো স্পেন।
ল্যুইস এনরিকের দলে তিন গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছেন রবার্ট স্যাঞ্চেজ, উনাই সিমোন এবং ডেভিড রায়া। এর আগে দলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ হয়নি ডেভিড ডে’গিয়ার। (FIFA World Cup 2022)
লা রোজার দুই রাইটব্যাক সিজার আজপিলিকুয়েতা এবং ডানি কারভাহাল। লেফট ব্যাকে আছেন বার্সেলোনার জর্ডি আলবা এবং ভ্যালেন্সিয়ার হোসে গায়া।
গার্সিয়া, লাপোর্তে, টোরেস এবং গুইলামন – দলের চার সেন্টার ব্যাক। র্যামোসের সুযোগ হয়নি স্কোয়াডে, দলের দুই ডিফেন্সিভ মিডফিল্ডার সের্গিও বসকুয়েটস এবং রড্রি।
এছাড়া এবারের স্পেনের মিডফিল্ডে আছেন গাভি, পেড্রি, কোকো, কার্লোস সোলার এবং মার্কোস লোরেন্টে। দলে সুযোগ হয়নি লিভারপুলের তারকা মিডফিল্ডার থিয়াগো আলকান্তরা।
Spain have named their 26-man squad for the World Cup 👥 📝
— Match of the Day (@BBCMOTD) November 11, 2022
❌ Sergio Ramos
❌ Thiago
Luis Enrique will have made some difficult phone calls 📞#BBCFootball #BBCWorldCup pic.twitter.com/RzAbrFlHXl
২০১০ সালের বিশ্বকাপ জয়ী দলে এবার আট জন ফরোয়ার্ড আছে। দলের একমাত্র সেন্টারফরোয়ার্ড আলভারো মোরাতা। এছাড়া ফেরান টোরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ডানি ওলমো এবং আনসু ফাতি। বার্সেলোনার দল থেকে সাত জন ফুটবলার সুযোগ পেয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে, রিয়াল মাদ্রিদ থেকে মাত্র দুজন।
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : চাহাল, হর্ষল’কে খেলালো না কেনো রোহিত ? প্রশ্ন তুললেন ইংল্যান্ড প্রাক্তনী
আগামী ২৩ শে নভেম্বর বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নামছে স্পেন। প্রথম ম্যাচে লা রোজা’দের প্রতিপক্ষ কোস্টারিকা।
স্পেনের ফুটবল বিশ্বকাপের দল :
Goalkeepers: Unai Simon (Athletic Club), Robert Sanchez (Brighton & Hove Albion), David Raya (Brentford FC).
Defenders: Cesar Azpilicueta (Chelsea FC), Dani Carvajal (Real Madrid), Eric Garcia (FC Barcelona), Hugo Guillamon (Valencia CF), Pau Torres (Villarreal CF), Aymeric Laporte (Manchester City), Jordi Alba (FC Barcelona), Jose Gaya (Valencia CF).
Midfielders: Sergio Busquets (FC Barcelona), Rodri Hernandez (Manchester City), Gavi (FC Barcelona), Carlos Soler (Paris St Germain), Marcos Llorente (Atletico de Madrid), Pedri Gonzalez (FC Barcelona), Koke Resurreccion (Atletico de Madrid).
Forwards: Ferran Torres (FC Barcelona), Nico Williams (Athletic Club), Yeremi Pino (Villarreal CF), Alvaro Morata (Atletico de Madrid), Marco Asensio (Real Madrid), Pablo Sarabia (Paris St Germain), Dani Olmo (RB Leipzig), Ansu Fati (FC Barcelona).
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : কাতার বিশ্বকাপের দল ঘোষণা করলো মেসির দেশ