রোববার কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) স্পেনের বিরুদ্ধে ম্যাচে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের শেষ ষোলোতে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো জার্মানি।
ম্যাচে আলভারো মোরাতার গোলে প্রথমে এগিয়ে গেছিলো লা রোজা। কিন্তু খেলার একেবারে শেষ মুহূর্তে ম্যাচের ৮৩ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে খেলতে নামা নিকলাস ফল্করুগের গোলে ম্যাচ ‘ড্র’করে জার্মানি। (FIFA World Cup 2022)
দুই প্রাক্তন বিশ্বজয়ী দলের মধ্যে এদিন পাল্টা লড়াইয়ের খেলা অন্যপর্যায়ে পৌঁছে গেছিলো। দুই দল একে অপরকে জায়গা ছাড়তে নারাজ,প্রথমার্ধ তাই গোল শূন্য ভাবেই শেষ হয়। (FIFA World Cup 2022)
দ্বিতীয়ার্ধের খেলাতেও সেই একই ছবি নজরে এসেছিলো।দুই দলের কেউই গোলটা করে উঠতে পারছিলো না। শেষে ৬২ মিনিটে রিজার্ভ বেঞ্চ থেকে খেলতে নামা আলভারো মোরাতার করা গোলে এগিয়ে যায় স্পেন। (FIFA World Cup 2022)
আরও পড়ুন : FIFA World Cup 2022 : এক গোলে পিছিয়ে গিয়েও কানাডা’কে ৪-১ গোলে হারালো ক্রোয়েশিয়া
টুর্নামেন্টের (FIFA World Cup 2022) প্রথম ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে হেরে গেছিলো জার্মানি। এদিন এক গোল জার্মান’রা এক গোল খেয়ে গেলে ফের আরেকবারে মতো হারের আশঙ্কা তৈরী হয়।
An exciting one ends in points shared. 🇪🇸🤝🇩🇪@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 27, 2022
হারলে এটাই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে পরপর দুই ম্যাচে হারের নজির হতো জার্মানির। কিন্তু শেষের দিকে ফাল্করুগ মান বাচায়। ক্লাব স্তরে ওয়েডের ব্রেমেনের হয়ে খেলা এই ফুটবলার জার্মানির কোচ ফ্লিকের ভরসার দাম দেয়।
এই ড্রয়ের পর গ্রুপ ‘ই’র তলানিতেই থাকলো জার্মানি, ১ পয়েন্ট নিয়ে। তবে এখনও ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের শেষ ষোলোতে যাওয়ার সুযোগ আছে, কারণ অন্যম্যাচে কোস্টারিকা হারিয়ে দিয়েছিলো জাপান’কে।
আরও পড়ুন : IND vs NZ 2022 : টি টোয়েন্টি’তে পন্তকে বসিয়ে সঞ্জু’কে খেলানো হোক, দাবী প্রাক্তন ভারত তারকার