FIFA World Cup 2022 : ব্রাজিলকে সাপোর্ট করতে কাতারে থেকে গেলেন জার্মান তারকার স্ত্রী

0
46
FIFA World Cup 2022 : German star's wife stays back in Qatar to support Brazil
FIFA World Cup 2022 : German star's wife stays back in Qatar to support Brazil

FIFA World Cup 2022  – কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি। এবার ব্রাজিল’কে বিশ্বকাপে সাপোর্ট করতে কাতারে থেকে গেলেন জার্মান তারকা গোলকিপার কেভিন ট্রাপের স্ত্রী ইজাবেল গউলার্ট।

কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) গ্রুপ ই তে ছিলো জার্মানি। তিন নম্বর স্থানে শেষ করেছিলো জার্মান’রা। প্রথম ম‍্যাচে তারে হেরে গেছিলো জাপানের কাছে, স্পেনের বিরুদ্ধে ড্র করেছিল, জিতেছিলো ক্রোয়েশিয়ার।

জার্মানির এবং স্পেনের পয়েন্ট সংখ্যা এক ছিলো। কিন্তু গোল ডিফারেন্সের বিচারে লা রোজা’রা চলে যায় পরের রাউন্ডে। (FIFA World Cup 2022 )

গউলার্ট ব্রাজিল জাত, তাই নিজেকে সাপোর্ট করতে কাতারে (FIFA World Cup 2022) রয়ে গেলেন। প্রাক্তন মডেল’কে শেষ ষোলোয় ব্রাজিল – সাউথ কোরিয়া ম‍্যাচে উপস্থিত থাকতে দেখা গেছে।

আরও পড়ুনঃ BCCI : নতুন বছরের শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের ক্রীড়াসূচী প্রকাশ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড

সংশ্লিষ্ট ম‍্যাচে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের বাবার সাথে দেখা গেছিলো। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ৯ ই ডিসেম্বর তিতের দল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। জেলাতকো দালিচের দল জাপানকে হারিয়ে শেষ আটে উঠে এসেছে।

২০১৪ সালের বিশ্বকাপে ৭-১ গোলে ব্রাজিল’কে হারিয়েছিলো জার্মানি। জোয়াকিম লো’র কোচিনাধীন জার্মান দল সেইবার ধসিয়ে দিয়েছিলো সেলেকাও’দের। সেই বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি, ফাইনালে মারিও গোয়েৎজের করা একমাত্র গোলে আর্জেন্টিনা’কে হারিয়ে জার্মানি।

ব্রাজিল’কে ওই ম‍্যাচে ৭-১ গোলে হারানোর পর থেকে এখনো অবধি কোনও বিশ্বকাপের নক আউটে পৌঁছতে পারেনি জার্মানি। এমনকি চারবারের বিশ্ব চ‍্যাম্পিয়ান হওয়ার পর এখনও অবধি মাত্র দুটো ম‍্যাচ জিতেছে জার্মান’রা।

আরও পড়ুনঃ Shaheen Afridi : “আমি চোট পাইনি, আমার উপর খারাপ নজর পড়েছে” : ভাইরাল শাহিন আফ্রিদির বক্তব্য