FIFA World Cup 2022 – বুধবার আল – রায়ান স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ ‘বি’র ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড – ওয়েলস। ম্যাচে মার্কাস রাশফোর্ডের করা গোলে ৩-০ ব্যবধানে জিতলো ইংল্যান্ড, আরেকটি গোল করেন ফোডেন।
৬৪ বছর পর বিশ্বকাপের (FIFA World Cup 2022) মূলপর্বে হার দিয়ে অভিযান শেষ করলো গ্যারেথ বেল’রা। শেষ ষোলোর ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে ইংল্যান্ড।
ম্যাচের পঞ্চাশ মিনিটে দর্শনীয় ফ্রিকিক থেকে প্রথম গোলটি করেন রাশফোর্ড। তার মিনিট দুয়েক পর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের পাস থেকে দ্বিতীয় গোল করেন ফিল ফোডেন। এরপর ৬২ মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যতায় নিজের দ্বিতীয় গোলটি করেন রাশফোর্ড। (FIFA World Cup 2022)
আরও গোল করতেই পারতো ইংল্যান্ড। কিছু একাধিক সুযোগ হাতছাড়া করেছে তারা। হারের ফলে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ ওয়েলসের। ম্যাচে খুব বিশেষ একটা দাগ কাটতে পারেননি গ্যারেথ বেলে এ্যন্ড কোং। (FIFA World Cup 2022)
🇳🇱🇸🇳🏴🇺🇸
— FIFA World Cup (@FIFAWorldCup) November 29, 2022
Four Round of 16 spots have been confirmed! 👊🎟#FIFAWorldCup | #Qatar2022
আরও পড়ুন : FIFA World Cup 2022 : কাতার’কে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেলো নেদারল্যান্ডস
Your final Group B standings 👀 @USMNT join @England in the knockout stages 🇺🇸 🏴
— FIFA World Cup (@FIFAWorldCup) November 29, 2022
USA are through to the knockouts! 🇺🇸@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 29, 2022
England hit three and finish top of Group B 🏴
— FIFA World Cup (@FIFAWorldCup) November 29, 2022
Job done 👏 #FIFAWorldCup | #Qatar2022
গ্রুপের আরেক ম্যাচে ইরান’কে ১-০ গোলে হারালো আমেরিকা। আল থুমামা স্টেডিয়ামে ম্যাচের ৩৮ মিনিটের মাথায় ক্রিশ্চিয়ান পুলিসিচের করা একমাত্র গোলে জিতে যায় আমেরিকা। এই গোল করা কালীণ ইরানের গোলকিপারের সাথে সংঘর্ষে তলপেটে চোট পান তিনি। এরপর হাফ টাইমে তুলে নেওয়া হয় তাকে। গ্রুপ বি’র দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিলো আমেরিকা। তাদের রাউন্ড অফ সিক্সটিনের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
আরও পড়ুনঃ Australia vs West Indies 2022 : টেস্ট অভিষেক করছেন কিংবদন্তি ক্রিকেটার চন্দ্রপলের ছেলে