FIFA World Cup 2022 : ফুটবল বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা পাডুকোন

0
57
FIFA World Cup 2022 : Deepika Padukone To Unveil FIFA World Cup Trophy During Final In Qatar
FIFA World Cup 2022 : Deepika Padukone To Unveil FIFA World Cup Trophy During Final In Qatar

ফাইনালের আগে কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) ট্রফি উন্মোচন করবেন তারকা ভারতীয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। Times Of India কে এমনটাই জানিয়েছে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র।

প্রথম ভারতীয় হিসেবে এই বিশেষ নজির গড়লেন দীপিকা। কাতারের লুসাইলের আইকনিক স্টেডিয়ামে ১৮ ই ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে। (FIFA World Cup 2022) 

বিশ্বের অন‍্যতম শ্রেষ্ঠ ক্রীড়া প্রতিযোগীতা ফিফা বিশ্বকাপ। তাই দীপিকার এই কৃতিত্ব নিঃসন্দেহে বড়ো গর্বের কারণ ভারতের কাছে। (FIFA World Cup 2022)

এই মুহূর্তে বিশ্বকাপের (FIFA World Cup 2022) রাউন্ড অফ সিক্সটিনের ম‍্যাচ খেলা হচ্ছে। কাতারে আয়োজিত এই গ্লোবাল শো পিস ইভেন্টে মোট ৩২ টা দল অংশগ্রহণ করেছে এবার। বর্তমানে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হচ্ছে একাধিক দেশের। ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ছয়টি দল।

এই প্রতিবেদন লেখাকালীণ নেদারল্যান্ডস, আর্জেন্টিনা গতবারের চ‍্যাম্পিয়ান ফ্রান্স, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং পাঁচ বারের চ‍্যাম্পিয়ান ব্রাজিল স্থান করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে।

আরও পড়ুন : India vs Pakistan : ভারতীয়’রা চান পাকিস্তান ভারতে খেলতে আসুক, দাবী শাহীদ আফ্রিদি’র

এরপর প্রি কোয়ার্টার ফাইনালে মরোক্কোর মুখোমুখি হবে স্পেন এবং পর্তুগাল খেলবে স‍্যুইৎজারল‍্যান্ডের বিরুদ্ধে।

ইতিমধ্যে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের মতো তারকা সব ফুটবলার’রা কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) নিজের মহিমা দেখিয়েছেন। এমবাপ্পে পাঁচ গোল করে সোনার বুট জেতার অন‍্যতম দাবিদার হয়ে উঠেছেন।

কিন্তু এখনও অবধি জ্বলে উঠতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।স‍্যুইৎজারল‍্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচ জ্বলে উঠবেন তিনি এখন সেই আশায় আছে সবাই। কিংবদন্তি পর্তুগিজ তারকা কাতারে নিজের নামের প্রতি সুবিচার করে উঠতে পারেননি এখনও অবধি। তবে যেকোনো মুহূর্তে রোনাল্ডো নিজের মহিমা দেখাতেই পারেন।

এবছর বিশ্বকাপের আসরে বড়ো বড়ো দেশ গুলোর পাশাপাশি ক্রোয়েশিয়া, মরোক্কোর মতো দেশ গুলো দারুণ ফুটবল খেলছে। ফুটবল বিশেষজ্ঞ দের সমীহ আদায় করে নিয়েছে জাপান, সাউথ কোরিয়ার মতো দেশ গুলো।

প্রবল প্রতিদ্বন্দ্বীতায় ভরা একটি টুর্নামেন্ট ফুটবল বিশ্বকাপ। তাই কখনো কোনও দেশকে ফেভারিটের তকমা দেওয়া যায়না এই কাপ জয়ের ব‍্যাপারে। গতবার ক্রোয়েশিয়া ফাইনালে পৌঁছে গেছিলো। এবার’ও জার্মানি, বেলজিয়ামের মতো দেশগুলো গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।

তবে ফেবারিট বলতে হলে  ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এবং আর্জেন্টিনার নাম নিতে হয়। এড়ানো যায়না রোনাল্ডোর পর্তুগাল’কেও। সব মিলিয়ে সর্বোচ্চ পর্যায়ের একটি ফুটবল টুর্নামেন্ট দেখতে পাচ্ছে সকল ক্রীড়া ভক্তরা।

আরও পড়ুনঃ IND vs BAN 2022 : শুভমান ভবিষ্যতের কিংবদন্তি, মত যুবরাজ সিংয়ের