
FIFA World Cup 2022 – ভারতীয় সময় বুধবার রাতে লুসাইল স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের শেষ রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগাল – স্যুইৎজারল্যান্ড। ম্যাচে সুইস ব্রিগেড’কে ৬-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে পর্তুগাল, ২০০৬ সালের পর এই প্রথম বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছলো পর্তুগিজ ব্রিগেড। সেই বার বিশ্বকাপে চতুর্থ স্থানে শেষ করেছিলো পর্তুগাল।
এই হাই ভোল্টেজ ম্যাচে পর্তুগালের কোচ স্যান্টোস প্রথম একাদশের বাইরে রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো’কে। ২০০৮ সালের পর এই প্রথম বার জাতীয় দলের হয়ে বড়ো কোনও টুর্নামেন্টের ম্যাচের প্রথম একাদশে জায়গা হলোনা রোনাল্ডোর। (FIFA World Cup 2022)
আন্তর্জাতিক ফুটবল আসরের রেকর্ড গোল স্কোরার রোনাল্ডো এই ম্যাচে ৭৩ মিনিটে পরিবর্ত হিসেবে খেলতে নামেন। যদিও কোনও গোল করতে পারেননি। বিশ্বকাপের মঞ্চে নক আউট পর্বে রোনাল্ডোর গোলের খড়া অব্যাহত থাকলো এই ম্যাচের পরেও। (FIFA World Cup 2022)
ম্যাচের পর পর্তুগালের ফুটবলাররা দেশবাসীর সাথে জয় উদযাপন করছিলেন। পরবর্তী সময়ে সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এমনই বেশ কিছু ভিডিওতে দেখা যায় সতীর্থরা যখন দলের জয় মশগুল ততক্ষণে মাঠ ছেড়ে বেড়িয়ে যাচ্ছেন রোনাল্ডো। বিষয়টি নেটিজেনদের নজরে আসতে ভাইরাল হতে খুব বেশি একটা সময় নেইনি। (FIFA World Cup 2022)
আরও পড়ুনঃ IND vs SL 2023 : ওয়াংখেড়েতে ফিরছে আন্তর্জাতিক ম্যাচ
Cristiano Ronaldo (left of picture) walks straight off while his teammates celebrate with fans. #FIFAWorldCup pic.twitter.com/W7jB6iGQOO
— Adriano Del Monte (@adriandelmonte) December 6, 2022
Ronaldo refusing to celebrate the win with the team and shamelessly leaving the pitch… pic.twitter.com/Ai5UNkpENi
— Umer 🇦🇷 (@Iconic_Messi) December 6, 2022
রোনাল্ডোকে খেলা শেষের পর সরাসরি টানেল ধরে ড্রেসিংরুমে ফিরে যেতে দেখা যায়। তখনও তার সতীর্থরা লুসাইলের স্টেডিয়ামে দেশবাসীর সাথে জয় উদযাপন করছিলো।
শনিবার, ১০ ই ডিসেম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচে এই মুহুর্তে বিশ্ব ক্রমতালিকায় নয় নম্বরে থাকা পর্তুগাল মুখোমুখি হবে মরোক্কোর। খেলা হবে আল – থুমামা স্টেডিয়ামে।মরোক্কো পেনাল্টি শুট আউটে স্পেন কে হারিয়ে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : বিশ্বকাপে হ্যাটট্রিক করবেন স্বপ্নেও কল্পনা করেননি র্যামোস