
কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে একেবারে আলাদা ছন্দে পাওয়া যাচ্ছে ব্রাজিলের তারকা ফুটবলার রিচার্লিসন। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ানদের হয়ে দুর্দান্ত ফুটবল খেলছিলেন নয় নম্বর জার্সি ধারী ফুটবলার এবারের বিশ্বকাপের মঞ্চে। এবারের বিশ্বকাপে ব্রাজিলকে কাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন এই টটেনহ্যাম তারকা।
এবারের বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে দুর্দান্ত শুরুয়াত করেছিলেন তিনি।সোমবার রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে সাউথ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে দলের তৃতীয় গোলটা করেছিলেন তিনি। ইতিমধ্যে এবারের বিশ্বকাপে তিনটি গোল করা হয়ে গেছে তার।
এখনো অবধি চার ম্যাচে পাঁচ গোল করে সোনার বুট পাওয়ার তালিকায় শীর্ষে আছেন ফ্রান্সের এমবাপ্পে। তালিকায় দুই নম্বর স্থানে আছেন রিচার্লিসন তিন গোল করে। ২২ বছর বয়সী এমবাপ্পে ডেনমার্ক এবং পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি। (FIFA World Cup 2022)
রবার্তো ফিরমিনহো’র বদলে এবছর রিচার্লিসনের সুযোগ হয়েছে বিশ্বকাপের স্কোয়াডে। সাউথ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে জয়ের পর নিজের আদর্শ ফুটবলার কিংবদন্তি রোনাল্ডোর সাথে দেখা করলেন তিনি। নিজের আইডল কে কাছে পেয়ে চোখের জল আটকাতে পারেননি রিচার্লিসন। (FIFA World Cup 2022)
এইমুহুর্তে দুজনের সাক্ষাৎ – এর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিওতে রোনাল্ডো’কে বিখ্যাত ‘Pigeon Dance’ মুভ করতে দেখা গেছে। ভিডিওর শেষে রোনাল্ডোর পা ছুয়েছেন তিনি।
This is so beautiful. Richarlison was in tears when he met his idol Ronaldo. The way these Brazilian players admire and respect R9 is amazing. 🇧🇷💚 pic.twitter.com/VlEp9Y75ud
— EuroFoot (@eurofootcom) December 6, 2022
ALERTA DE VÍDEO F*DA PASSANDO NA TIMELINE! 🚨 Simplesmente Ronaldo fazendo a dança do Pombo com o Pombo. 9️⃣🐦🇧🇷 #TNTSportsNoQatar
— TNT Sports BR (@TNTSportsBR) December 6, 2022
Crédito: FIFA e Ronaldo TV pic.twitter.com/TrQpCyy2GZ
সাউথ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে গোল করার পর রিচার্লিসনের ‘পিজিয়ন সেলিব্রেশন’ বিরাট জনপ্রিয় হয়ে উঠেছে। খোদ কোচ তিতের সাথে ওমন সেলিব্রেশন করতে দেখা গেছিলো তাকে।
শুক্রবার এডুকেশন সিটি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল এই দল যদি জেতে, আর অন্যম্যাচে আর্জেন্টিনা যদি নেদারল্যান্ডস কে হারিয়ে দেয়, তাহলে ১৪ ই ডিসেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ব্রাজিল এবং আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : শান্ত’র সাথে কথা কাটাকাটিতে জড়ালেন সিরাজ, দেখুন ভিডিও