FIFA World Cup 2022 – রাতারাতি গোটা ব্রাজিলের নয়ন মনি হয়ে উঠেছেন রিচার্লিসন। তার করা জোড়া গোলে সার্বিয়া’কে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত ভাবে ফুটবল বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল।
ম্যাচের ৬২ মিনিটে ক্লোজরেঞ্জ শটে ব্রাজিলের হয়ে খাতা খোলেন টটেনহ্যাম হটস্পারের তারকা। এরপর দ্বিতীয় গোলটা নিঃসন্দেহে এবছর বিশ্বকাপের সেরা গোলের তকমা পাওয়ার দাবি রাখে।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর রিচার্লিসন সোশ্যাল মিডিয়ায় বার্তা রেখেছেন। নিজের ম্যাচ পারফরম্যান্স’কে ‘পারফেক্ট ওয়াল্ড কাপ ডেবিউ ‘ বলে দাগিয়েছেন তিনি। লিখছেন,
“স্বপ্ন সত্যি হয়েছে। ধন্যবাদ সবাইকে।”
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : অভিষেক ODI’তে ডেভন কনওয়ের উইকেট তুলে নিলেন উমরান মালিক, দেখুন ভিডিও
Sonho de criança realizado 🇧🇷💚💛💙
— Richarlison Andrade (@richarlison97) November 24, 2022
Obrigado por tanto, futebol! pic.twitter.com/HXJWuuaMZ5
ভিনিসিয়াস জুনিয়রের থেকে বল রিসিভ করে অ্যাক্রোবেটিক ভলিতে স্বমেজাজে জালের কোনাকুনি বল জড়িয়ে দেন রিচার্লিসন। ফিফার ‘গোল অফ দ্য টুর্নামেন্টের’অন্যতম দাবীদার সেই গোলের ভিডিও বর্তমানে ফিফার তরফে সোশ্যাল মিডিয়ায়। (FIFA World Cup 2022)
সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে জয়ের ফলে নিঃসন্দেহে বর্তমানে চনমনে হয়ে উঠেছে গোটা ব্রাজিল শিবির। তবে দলের কোচ তিতেকে চিন্তায় রাখলো নেইমারের চোট। ম্যাচে খেলাকালীণ অ্যাঙ্কেলে চোট পান নেইমার। যার ফলে আগাম মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। (FIFA World Cup 2022)
আগামী ২৮ শে নভেম্বর বিশ্বকাপের পরের ম্যাচে স্যুইৎজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : যোগ্য সন্মান কখনো পাননি ধাওয়ান, বললেন প্রাক্তন ভারত কোচ রবি শাস্ত্রী