Women’s Premier Leauge : ইতিহাস সৃষ্টি হলো, মেয়েদের আইপিএলের নিলাম করবেন মহিলা অকশনার 

0
16
Female auctioneer will do the Women's Premier Leauge auction
Female auctioneer will do the Women's Premier Leauge auction

Women’s Premier Leauge – মেয়েদের আইপিএলে শুরুতেই ইতিহাস, মেয়েদের আইপিএলে নিলামের দায়িত্বে থাকছেন মুম্বাইয়ের মলিকা আদবানি। মুম্বাইতে ১৩ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মেয়েদের আইপিএল নিলাম।

ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের তরফে এবিষয় জানিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী চার ফ্রাঞ্চাইজি’কে। এখনও অবধি তিনজন নিলাম করেছেন আইপিএলে। তাদের মধ্যে ২০০৮ থেকে ২০১৮ অবধি রিচার্ড মেডেলি, ২০১৯ সালের আইপিএল থেকে দায়িত্বে আসেন হিউ এডমেডেস। এডমেডেসের শারীরিক অসুস্থতার জেরে ২০২৩ মেগা আইপিএল নিলামে দায়িত্ব পালন করেছিলেন চারু শর্মা।

মোট ৪০৯ জন ক্রিকেটারকে বাছাই করেছে পাঁচটা ফ্রাঞ্চাইজি তাদের নিলামের জন্য। এরমধ্যে ২৪৬ জন ভারতীয়, ১৬৩ জন বিদেশি।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : স্মিথের কীর্তি দেখে ভীষণ চটলেন অসি কিংবদন্তি অ্যালান বর্ডার

প্রথম সেশনে ১২ কোটি টাকা করে পার্স দেওয়া হয়েছে সকল ফ্রাঞ্চাইজিকে। প্রতি বছর বাড়বে। ৫০ লাখ টাকা করে বেস প্রাইস রেখেছেন শেফালী ভার্মা, হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মা। (Women’s Premier Leauge)

মুম্বাই, আহমেদাবাদ, বেঙ্গালুরু, লখনউ এবং দিল্লি প্রথমবার অংশগ্রহণ করছে। ৪ ই মার্চ থেকে ২২ শে মার্চ গোটা টুর্নামেন্ট দিল্লিতে খেলা হবে। মেয়েদের আইপিএলের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পুরুষদের আইপিএল শুরু হবে এপ্রিল মাসে।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : বারবার সুযোগ পাওয়ার পর ব‍্যর্থ হলেও রাহুলকে খেলানোয় মুখ খুললেন প্রসাদ