IND vs SL 2023 : রাহুল ত্রিপাঠীর খেলা দেখে অবাক নেটিজনরা, টি টোয়েন্টি মাস্টার মানলেন তাকে

0
357
Fans were surprised to see Rahul Tripathi's batting in T20 cricket in IND vs SL 2023 T20 Series
Fans were surprised to see Rahul Tripathi's batting in T20 cricket in IND vs SL 2023 T20 Series

IND vs SL 2023 – আইপিএলে একাধিক ফ্রাঞ্চাইজি হয়ে দাপুটে পারফরম্যান্স দিয়েছেন রাহুল ত্রিপাঠী। আগে রাইজিং পুণে সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স এবং বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন তিনি। এদিন ১৬ বলে ৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। তার এই ঝোড়ো ইনিংস দেখে নেটিজনরা অবাক হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, পুণেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম‍্যাচ খেলাকালীণ আন্তর্জাতিক অভিষেক হয় রাহুলের। এটা তার ঘরের মাঠ বটে। প্রথম একাদশে সঞ্জু স‍্যামসনের বদলে দলে জায়গা পান, স‍্যামসন হাঁটুতে চোট পেয়ে এই সিরিজ থেকে ছিটকে যান। (IND vs SL 2023)

ওই ম‍্যাচে ভারত ১৬ রানে ম‍্যাচ হারে। এর ফলে সিরিজে সমতায় ফেরে শ্রীলঙ্কা। শনিবার রাজকোটে সিরিজ নির্নায়ক ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে দুই দেশ। সদ‍্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে রাহুলের একটি ভিডিও ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তার কাছে মাঠে সব সময় চঞ্চল মেজাজে থাকার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন –

“আমার নিজেরো জানা নেই। আসলে ওই মুহুর্তের উপর আমার সমস্ত ফোকাস রাখি, বোঝার চেষ্টা করি বোলাররা কি করতে চাইছে। যেট হয় ন‍্যাচারলি। ইচ্ছা করে কোনও কিছু করিনা কখনও। খেলা চলাকালীন সমস্ত ফোকাস খেলার উপর রাখার চেষ্টা করি।”

আরও পড়ুনঃ Chetan Sharma : চেতন শর্মা ফের নির্বাচন কমিটির চেয়ারম্যান হতে রেগে লাল সমর্থকরা, ট‍্যুইটারে ঝাড়লেন ক্ষোভ 

অবশেষে দেশের হয়ে অভিষেক করার সুযোগ মিলেছে, এবিষয় তার অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হলে রাহুল বলেন (IND vs SL 2023) –

“এটা আমার কাছে খুব বিশেষ একটা মুহূর্ত। যেকোনো ক্রিকেটারের কাছেই দেশের হয়ে খেলাটা প্রধান লক্ষ‍্য হয়ে থাকে। আমি ওইদিন ভীষণ আনন্দ পেয়েছি, দেশের জন‍্যে আরও অবদান রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু শেষ অবধি সেটা আর সম্ভব হয়নি।”

সংশ্লিষ্ট ম‍্যাচে মাধুশাঙ্কার বলে চালাতে গিয়ে তালুবন্দি হন রাহুল। তিনি তাড়াতাড়ি আউট হওয়ায় ২০৭ রান তাড়া করতে নামা ভারতীয় দল মারাত্মক চাপে পড়ে যায় ২১ রানে ৩ উইকেট হারিয়ে। পরবর্তী সময়ে আক্সার প‍্যাটেল এবং সূর্য কুমার যাদব হাফ সেঞ্চুরি করেও দেশের হার বাঁচাতে পারেনি। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : বছরের শুরুতে সেঞ্চুরি করে নয়া নজির গড়লেন সূর্য কুমার যাদব