IND vs SL 2023 – নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ হয়নি পৃথ্বী শাহ’র। চলতি বছরে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিলেন হার্দিক, কিন্তু শেষ অবধি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলার সুযোগ পেলেন না পৃথ্বী শাহ। তাই স্বাভাবিক ভাবেই হতাশ নেটিজেনরা পৃথ্বীকে আয়ারল্যান্ডে খেলার পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার শ্রীলঙ্কা’র বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ সিরিজের জন্য (IND vs SL 2023) স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট দল। আগামী ৩ রা জানুয়ারি থেকে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা’র বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে। তারপর ১০ ই জানুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
Wat the sin Prithvi shaw has done for not getting into the team for this long time now, He had that immense potential to give explosive starts in limited over formats like viru did once#PrithviShaw #INDvsSL #sanjusamson pic.twitter.com/I6BGYkNiIZ
— Rahul (@Rahulda04798151) December 27, 2022
Feel for Prithvi Shaw. He is not selected once again in Team India's any squads against Sri Lanka series.
— CricketMAN2 (@ImTanujSingh) December 27, 2022
Dear @BCCI what is your selection criteria to select the players? Where is @IamSanjuSamson and @PrithviShaw for ODI. The one opener is required like @virendersehwag who can fire from initially. We got him luckily as a opener after Sehwag sir retired. Shame on U @BCCI
— Dr. Viresh Kumar (@look4veeru) December 28, 2022
What crime has prithvi shaw done??
— ABCD (@abcd_1883) December 27, 2022
বাংলাদেশ সফরে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেকারণে তাকে এই টি-২০ সিরিজে রাখা হয়নি। তার জায়গায় ভারতীয় ক্রিকেট দল’কে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। তবে ওয়ানডে সিরিজে রোহিত আবারও দলে প্রত্যাবর্তন করবেন। (IND vs SL 2023)
প্রসঙ্গত, আসন্ন সিরিজে ভারতীয় ওয়ানডে টিমের সহ-অধিনায়র নির্বাচন করা হয়েছে হার্দিক পান্ডিয়া’কে। কেএল রাহুলের জায়গায় তিনি দলের ডেপুটি পদ সামলাবেন। এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে, বিসিসিআই হার্দিক’কেই ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখতে চাইছে।
হার্দিকের নেতৃত্বে গুজরাট টাইটান্স নিজেদের আইপিএল টুর্নামেন্টের অভিষেক মরশুমে জয়লাভ করেছিল। এরপর থেকেই তিনি অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন।
অন্যদিকে ভারতের অভিজ্ঞ ডানহাতি ব্যাটার শিখর ধাওয়ান এতদিন ধরে টিম ইন্ডিয়া’র হয়ে শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই খেলতেন। কিন্তু তাকেও শেষ পর্যন্ত বাদ দেওয়া হল দল থেকে। কারন ভারতের উদীয়মান তারকা ক্রিকেটার শুভমান গিল ওপেনার হিসেবে বর্তমানে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। সেইসঙ্গে ঈশান কিষান’ও সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করে একাধিক নজির স্পর্শ করেছেন। (IND vs SL 2023)
সেই দিক থেকে দেখতে গেলে ২০১৯ সালের পর থেকে শিখরের ব্যাটে আর কোনও শতরান আসেনি। তার স্ট্রাইক রেট’ও ৮০-র নিচে চলে গিয়েছে। এই পরিস্থিতি’তে তিনি আর কখনও ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পান কি না, সেটাই এখন দেখার বিষয়।
এদিকে লঙ্কান’দের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে বিশ্বের ১ নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদব’কে ভারতীয় টি-২০ দলের সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে। রঞ্জি ট্রফি’তে মুম্বাই’কে নেতৃত্ব দিয়েছেন সূর্য। সেকারণে হার্দিক’কে তিনি কঠিন সময়ে সাহায্য করতে পারবেন বলেই আশা করা যায়।
পাশাপাশি এই ফরম্যাটে ভারতের পাশাপাশি গোটা ক্রিকেট বিশ্বে বিধ্বংসী ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন তিনি। এবার তাকে একটি নয়া দায়িত্ব দেওয়া হল। (IND vs SL 2023)
অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ’কে একদিনের পাশাপাশি টি-২০ ক্রিকেট দল থেকেও বাদ দেওয়া হল। আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে শতরান করার পর পন্থ ক্রমাগত ফ্লপ হয়েই চলেছেন। তাকে ওপেনিং ব্যাটার হিসেবে টি-২০ ফরম্যাটে সুযোগ দেওয়া হয়েছিল বটে, কিন্তু সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। এবার তাকে ওয়ানডে এবং টি-২০ দুটো ফরম্যাট থেকেই বাদ দেওয়া হল। (IND vs SL 2023)
@PrithviShaw deserves a chance.@BCCI please don't spoil his career.
— Priyadarsi Palo (@Priyadarsi8) December 28, 2022
কার্যত, ভারতীয় টি-২০ ক্রিকেট দলে আসন্ন এই সিরিজের জন্য দুই নতুন বোলার’কে সুযোগ দেওয়া হয়েছে। তারা হলেন শিবম মাভি এবং মুকেশ কুমার। এই দুই বোলার প্রথমবার টি-২০ ক্রিকেট দলে টিম ইন্ডিয়া’র হয়ে খেলবেন। ঘরোয়া ক্রিকেটে মাভি উত্তরপ্রদেশ এবং মুকেশ বাংলার হয়ে খেলেন। এছাড়া দলে রয়েছেন উমরান মালিক এবং আর্শদীপ সিং’ও। এর থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে, বিসিসিআই এবার তরুণ বোলার’দের নিয়েই দলের বোলিং ডিপার্টমেন্ট সাজাতে চাইছে।
India T20Is squad for IND vs SL 2023 :
Hardik Pandya (Captain), Ishan Kishan (wk), Ruturaj Gaikwad, Shubman Gill, Suryakumar Yadav (VC), Deepak Hooda, Rahul Tripathi, Sanju Samson, Washington Sundar, Yuzvendra Chahal, Axar Patel, Arshdeep Singh, Harshal Patel, Umran Malik, Shivam Mavi, Mukesh Kumar.
India ODIs squad for IND vs SL 2023 :
Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.