IND vs SL 2023 : অভিষেকে নজরকাড়া পারফরম্যান্স শিবম মাভির, জয় দিয়ে বছর শুরু ভারতের 

0
32
Eye-catching debut performance by Shivam Mavi, India start the year with a win in IND vs SL 2023
Eye-catching debut performance by Shivam Mavi, India start the year with a win in IND vs SL 2023

IND vs SL 2023 – অভিষেক ম‍্যাচে চার উইকেট নিয়ে নজর কাড়লেন শিবম মাভি, শেষে আক্সার প‍্যাটেলের রুদ্ধশ্বাস শেষ ওভারের বোলিং দিয়ে শ্রীলঙ্কা কে ২ রানে হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম‍্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম‍্যাচে জয় দিয়ে নতুন বছর শুরু করলো ভারতীয় ক্রিকেট দল।

ম‍্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব‍্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। শুরুতে দাপুটে ব‍্যাটিং করেন ইশান কিষাণ। তার সুবাদে ১৭ রান তোলে ভারত প্রথম ওভারে। কিন্তু এরপর দুর্দান্ত প্রত‍্যাবর্তন করে শ্রীলঙ্কার ক্রিকেট দল। (IND vs SL 2023)

লঙ্কা ব্রিগেডের বোলাররা ম‍্যাচে দুর্দান্ত প্রত‍্যাবর্তন করেন। ধারাবাহিক ভাবে ভারতীয় ব‍্যাটারদের উইকেট পতন হতে থাকে। এই ম‍্যাচে টি টোয়েন্টি অভিষেক কারী শুভমান গিল আউট হয়ে ফেরেন ৭ রানে, এইমুহুর্তে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব‍্যাটার সূর্য কুমার যাদব’ও ৭ রান করে আউট হন। এক সংখ্যার স্কোর করে আউট হন সঞ্জু স‍্যামসন। (IND vs SL 2023)

এরপর ভারতকে ম‍্যাচে ফেরানোর চেষ্টা করেন ইশান কিষাণ এবং হার্দিক পান্ডিয়া। কিন্তু পরবর্তী সময়ে এই দুই ব‍্যাটার ব‍্যর্থ হন ফের। ষষ্ঠ উইকেট দীপক হুডা এবং আক্সার প‍্যাটেলের দুরন্ত হাফ সেঞ্চুরির ইনিংস ম‍্যাচে ফেরায় ভারতকে। যার সুবাদে ৫ উইকেটে ১৬২ রান তোলে ভারত। যা ওয়াংখেড়ের মাটিতে খুব একটা আহামরি কোনও স্কোর নয়। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ PAK vs NZ 2nd Test : বছর বদলে গেলেও, বদলালো না পাকিস্তান, দেখুন বাবর আজমের কীর্তি 

এরপর ভারতীয় বোলারদের দুরন্ত বোলিং কার্যত ম‍্যাচে কোনঠাসা করে দেয় শ্রীলঙ্কা কে। অভিষেক ম‍্যাচে নজ‍রকাড়া বোলিং করেন শিবম মাভি, ২২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম দুই ওভারে ধনঞ্জয় ডি’সিলভা এবং পাথুম নিশাঙ্কার উইকেট তুলে নেন মাভি। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং চারিথ আসালাঙ্কার উইকেট নিজের দখলে রেখেছিলো এই অভিষেক করা টি টোয়েন্টি বোলার। এছাড়া উমরান মালিক এবং হর্ষল প‍্যাটেল দুটো করে উইকেট নেন।

খেলা শেষ অবধি জমিয়ে রেখেছিলো শ্রীলঙ্কার ব‍্যাটাররা। শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিলো ১৩ রানের। চমক দিয়ে আক্সার প‍্যাটেলের হাতে বল তুলে দেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আক্সার কাজের কাজটা করে ম‍্যাচে ভারতের জয় নিশ্চিত করে ফেরেন। এই জয়ের সুবাদে ১-০ ব‍্যবধানে টি টোয়েন্টি সিরিজে এগিয়ে গেলো ভারত।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : অভিষেক টি টোয়েন্টির প্রথম ওভারে নিশাঙ্কার উইকেট নিলেন মাভি, দেখুন ভিডিও