BAN vs IND 2022 : “সবাই ওর বোলিং নিয়েই কথা বলে শুধু” : বললেন ব‍্যাটার অশ্বিনে মুগ্ধ গাভাস্কার 

0
21
Everyone talks about his bowling only Gavaskar impressed with batsman Ashwin after BAN vs IND 2022 Test Series
Everyone talks about his bowling only Gavaskar impressed with batsman Ashwin after BAN vs IND 2022 Test Series

BAN vs IND 2022 – মীরপুর টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের বিরুদ্ধে ম‍্যাচ জেতানো ইনিংস খেলেছেন অশ্বিন। তার এহেন ব‍্যাটিং পারফরম্যান্সে মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি বলেছেন, আমরা সবাই অশ্বিনের বোলিং নিয়েই আলোচনা করি, কিন্তু ওর ব‍্যাটিং পারফরম্যান্স অনালোচিত থেকে যায় সব সময়। অথচ ভারতকে বেশ কিছু ম‍্যাচে জেতাতে ওর ব‍্যাট হাতে পালন করা ভূমিকা গুলো অনস্বীকার্য।

অভিজ্ঞ এই অফস্পিনার ম‍্যাচের দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। এরপর চতুর্থ দিন যখন ব‍্যাট ক‍রতে এলেন তখন জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিলো ৭৪ রান, হাতে ৩ উইকেট। এমন একটি কঠিন মুহূর্তে ৬২ বলে ৪২* রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন অশ্বিন, চারটি চার এবং একটি ছক্কা মেরে। (BAN vs IND 2022)

খেলা শেষের আলোচনা করাকালীন সুনীল গাভাস্কার চতুর্থ দিনে অশ্বিন – শ্রেয়স আইয়ারের ম‍্যাচ জেতানো পার্টনারশিপের ব‍্যাপারে বলতে গিয়ে অশ্বিনের টেস্টে পাঁচটি সেঞ্চুরি করার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন –

“চাপের মুখে দুজনেই ভীষণ শান্ত ভাবে ব্যাট করেছে। কতোটা অবিশ্বাস্য চাপ ছিলো ওই সময় ভেবে দেখুন। অশ্বিন অসাধারণ ক্রিকেটার একজন। সবাই ওর বোলিং নিয়ে কথা বলে, কিন্তু ভুললে চলবেনা ওর পাঁচটা সেঞ্চুরি আছে। অসাধারণ খেলেছে ও আর আইয়ার মিলে।”

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : অস্ট্রেলিয়াকে ঘোল খাওয়াবেন অশ্বিন, আশা দীনেশ কার্তিকের

চাপ যতোই থাকুক, অশ্বিন এবং আইয়ার মিলে বেফিকর খেলা জারি রেখেছিলো, এদিন গাভাস্কার সেই বিষয়টির দিকেও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে, তিনি বলেন –

“রান করার সুযোগ পেলেই তা সংগ্রহ করেছে দুজনে। কোনও রকম শট খেলতে ভয় পাইনি। বিশেষ করে আইয়ারের কথা বলি যদি। এক্সট্রা কভারের উপর দিয়ে লফ্টেড শট টা দারুণ খেললো। এর ফলে বিপক্ষের বোলাররা আরও শট বল করতে বাধ‍্য হলো।”

১৪৫ রানের লক্ষ‍্যমাত্রা চেজ করতে নেমে একটা সময় ভারতের স্কোর হয়ে গেছিলো ৭ উইকেটে ৭৪ রান, এমন সময় অশ্বিন – আইয়ার মিলে জুঁটিতে ৭১ রান জুড়ে ভারতের ম‍্যাচে জয় নিশ্চিত করে। (BAN vs IND 2022)

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : বর্তমান ভারতীয় দলের ক্রিকেটারদের ফিটনেসের মান নিয়ে প্রশ্ন তুললেন এই তারকা ক্রিকেটার