রোববারের ম্যাচে এস্পানিওলের বিরুদ্ধে খেলবেন লেওয়ানডস্কি (Lewandowski), সেটাও আবার লাল কার্ড কে দেখার পরেও কোর্টের রায় কে কেন্দ্র করে। এই সিদ্বান্তের পর সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে বিষম চটেছে এস্পানিওল, বার্সেলোনার বিপক্ষে। ইতিমধ্যে সেই ঘটনার বিপক্ষে প্রতিবাদ জানিয়েছে এস্পানিওল ক্লাব। বার্সেলোনার বিরুদ্ধে মামলা অনৈতিক কাজ কর্ম করার অভিযোগ তুলেছে তারা।
বিশ্বকাপ শুরুর আগের ম্যাচে ওসাসুনার বিরুদ্ধে খেলাকালীণ লাল কার্ড দেখেছিলেন লেওয়ানডস্কি। ম্যাচে ২-১ ব্যবধানে জিতে বার্সেলোনা ৩ পয়েন্ট পেলেও দুটো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন লেওয়ানডস্কি। খেলার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন রেফারির প্রতি পোলিশ তারকা ফুটবলারের ব্যবহার দেখে তাকে দুই ম্যাচ ব্যান করেছিলেন। (Barcelona)
Espanyol not happy with Lewandowski ruling but will give “110%” vs. Barça anyway. Also say they don’t agree with decision given it’s been through a lengthy appeal process with various bodies already. LaLiga truly is back https://t.co/TCuxD43vT2
— Samuel Marsden (@samuelmarsden) December 30, 2022
পরবর্তী সময়ে ক্রীড়া আদালতে বিষয়টি নিয়ে যায় এবং সেখানে সিদ্ধান্ত উপনীত হয় যে লেওয়ানডস্কির এই ম্যাচে খেলা নিয়ে আর কোনও সমস্যা নেই।
আরও পড়ুনঃ Gautam Gambhir : পৃথ্বী শাহের উপর এখনই আস্থা হারানো ঠিক হবেনা, মত গৌতম গম্ভীরের
সামার ট্রান্সফারে বার্সেলোনায় আসেন লেওয়ানডস্কি বায়ার্ন ছেড়ে ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে। এখনও অবধি ১৯ টা ম্যাচ খেলেছিলেন তিনি, করেছেন ১৮ টা গোল এবং ৪ টে অ্যাসিস্ট। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের তুলনায় দুই পয়েন্ট নিয়ে এগিয়ে আছে তারা।
এবারের বিশ্বকাপটা পোল্যান্ডের হয়ে একেবারেই নজরকাড়া ফুটবল খেলতে পারেননি লেওয়ানডস্কি। রাউন্ড অফ সিক্সটিন থেকেই বিদায় নেয় পোল্যান্ড। চার ম্যাচে দুটো গোল করার পাশাপাশি একটি গোল করেছিলেন লেওয়ানডস্কি। এবার বিশ্বকাপের ব্যর্থতার রেশ কাটিয়ে ক্লাব ফুটবলে ছন্দে ফেরাটাই লক্ষ্য লেওয়ার।
আরও পড়ুনঃ Barcelona : শেষ লিগের ম্যাচে লাল কার্ড দেখলেও খেলার সুযোগ পাচ্ছেন লেওয়ানডস্কি