Eoin Morgan – গত বছরের জুলাইতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। তবে কিছুদিন পেশাদার ক্রিকেট খেললেও এবার তিনি বিদায় বললেন সব ধরনের ক্রিকেটকেই। সুতরাং আর বিদেশি লিগেও দেখা যাবে না ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ইংলিশ অধিনায়ককে।
প্রসঙ্গত, গত বছর ৩৬ বছর বয়সী মরগান দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে খেলেছেন। কয়েকমাস আগে টি-টেন লিগে খেলেছেন নিউ ইয়র্ক স্ট্রাইকার্সেও। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি লিগে পার্ল রয়্যালসেরও প্রতিনিধিত্ব করেছেন তিনি। (Eoin Morgan)
ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়ে গত সোমবার এক বিবৃতিতে মরগান বলেছেন,
“অত্যন্ত গর্বের সঙ্গে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। অনেক চিন্তা-ভাবনার পর মনে হয়েছে ক্রিকেট থেকে সরে আসার এটাই সঠিক সময়, যে খেলাটি আমাকে বছরের পর বছর অনেক কিছু দিয়েছে। মিডলসেক্সে যোগ দেওয়ার জন্য ২০০৫ সালে ইংল্যান্ডে আসা থেকে শুরু করে শেষ পর্যন্ত এসএ-২০’তে পার্ল রয়্যালসের হয়ে খেলার প্রতিটি মুহূর্ত হৃদয়ে লালন করেছি।”
— Eoin Morgan (@Eoin16) February 13, 2023
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : শামি’কে নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন সতীর্থ কার্তিক, জানুন বিস্তারিত
তিনি (Eoin Morgan) আরও বলেছেন,
“যে কোনো খেলোয়াড়ের কেরিয়ারে উত্থান পতন আছেই। কিন্তু আমার পরিবার এবং বন্ধুরা সবসময় কঠিন সময়গুলোয় আমার পাশে থেকেছে। আমি আমার স্ত্রী, পরিবার, কোচ, সতীর্থ এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যারা আড়ালে থেকে আমাকে শুধু খেলোয়াড়ই নয়, আজকের এই আমাকে গড়ে তুলতে অবদান রেখেছে।
ক্রিকেটকে ধন্যবাদ, আমি বিশ্ব ভ্রমণ করতে পেরেছি এবং দারুণসব লোকদের সঙ্গে দেখা হয়েছে, যাদের অনেকের সঙ্গে আজীবনের বন্ধুত্ব গড়ে তুলতে পেরেছি। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আমাকে এত সব স্মৃতি দিয়েছে যা সারাজীবন মনে রাখবো।”
পেশাদার ক্রিকেট ছাড়লেও মরগান (Eoin Morgan) জানিয়েছেন তিনি ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বিশ্লেষকের ভূমিকা ঠিকই পালন করে যাবেন।
আরও পড়ুনঃ WPL Auction 2023 : আরসিবিতে যোগদান করে এই বিশেষ কথা বললেন স্মৃতি মান্ধানা