T20 World Cup 2022 – অ্যাডিলেড ওভালে টি ২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সেমিফাইনালে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার এবং আলেক্স হেলস জুঁটি। ওপেন করতে নেমে অপরাজিত থেকেই এদিন দেশের জয় নিশ্চিত করে ফিরেছিলেন দুজনেই। ভারতের দেওয়া ১৬৯ রানের টার্গেট ১৬ ওভারে পূরণ করে মাঠ ছাড়েন দুজনে।
T20 World Cup 2022 – প্রথম উইকেটে ১৭০ রান জুড়ে এদিন দলের জয় নিশ্চিত করে ফেরেন বাটলার-হেলস জুঁটি। ৪৯ বলে ৮০* রান করে অপরাজিত ছিলেন বাটলার, ৪৭ বলে ৮৬* রান করেন আলেক্স হেলস।
বাটলার-হেলসের প্রথম উইকেটে জোড়া ১৭০ রানটাই টি ২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) ইতিহাসে জোড়া যেকোনো উইকেটে সবচেয়ে বেশী রানে পার্টনারশিপ। এদিন সাউথ আফ্রিকার ক্যুইন্টন ডি’কক এবং রিলে রুশোর রেকর্ড ভেঙেছেন দুজনে। এবছর টি ২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন দুজনে, সিডনির মাঠে সাকিবদের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় উইকেটে ১৬৮ রান জোড়েন তারা।
A record-breaking stand between Jos Buttler and Alex Hales 🤩
— T20 World Cup (@T20WorldCup) November 10, 2022
More 👉 https://t.co/pxaRclEL1C#T20WorldCup | #INDvENG pic.twitter.com/bnE2rGCdGD
প্রসঙ্গত, ভারতের দেওয়া ১৬৯ রানের টার্গেট চেজ করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ইংল্যান্ডে দুই ওপেনার আলেক্স হেলস এবং জস বাটলার। নিয়মিত ছয়-চার মারছিলেন তারা। বেধড়ক মার খেয়েছেন অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার’রা। (T20 World Cup 2022)
৪.৫ ওভারের মাথায় স্কোরবোর্ডে ৫০ রান তুলে ফেলে ইংল্যান্ড, বিনা কোনও উইকেট হারিয়ে। ২৮ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন হেলস। ১০ ওভার শেষে বিনা কোনও উইকেট হারিয়ে ৯৮ রান তুলে ফেলে ইংল্যান্ড। এরপর ৩৬ বলে কেরিয়ারের ১৯ তম টি ২০ হাফ সেঞ্চুরি পূরণ করেন বাটলার। ইংল্যান্ডের দুই ওপেনারদের ব্যাটিং বিক্রম থামানোর কোনও ভাষা খুঁজে পাচ্ছিলো না ভারতের বোলাররা। (T20 World Cup 2022)
১৬ ওভারে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড, ৮০* রানে অপরাজিত থাকেন বাটলার, হেলস অপরাজিত ছিলেন ৮৬* রানে। বিনা কোনও উইকেট হারিয়ে ভারতীয় বোলারদের বেধড়ক পিটিয়ে ইংল্যান্ড’কে ফাইনালে তুলে নিলেন বাটলার-হেলস জুঁটি। (T20 World Cup 2022)
এর আগে ফের বড়ো মঞ্চে নিজের জাত চেনালেন হার্দিক পান্ডিয়া। তার দুরন্ত হাফ সেঞ্চুরির ইনিংস ভারতকে ৬ উইকেটে ১৬৮ রান তুলতে সাহায্য করেছিল স্কোরবোর্ডে। এদিন’ও বজায় ছিলো বিরাট কোহলির অ্যাডিলেড প্রীতি। তিনি হাফ সেঞ্চুরি করেছেন এদিন। মুলত পান্ডিয়ার ৩৩ বলে ৬৩ রানের ইনিংসটা ভারতকে একটা মন্থর শুরুয়াতের পর একটু শক্ত জমি প্রদান করে ম্যাচে।
প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে ম্যাচে জাঁকিয়ে বসে ইংল্যান্ড। দ্বিতীয় ওভারে আউট হয়ে যান কে এল রাহুল। মাত্র ৫ বলে ৫ রান করে আউট হন তিনি। এরপর এবারের টি ২০ বিশ্বকাপের সর্বাধিক রান স্কোরার বিরাট কোহলি নেমে প্রথমেই ওকসের বলে একটা দারুণ ছক্কা হাঁকান। হাত খোলেন রোহিত’ও। ৬ ওভার শেষে ৩৮ রান তোলে ভারত ১ উইকেট হারিয়ে।
এদিন’ও আড়ষ্টতা স্পষ্ট ছিলো রোহিতের ব্যাটিংয়ে ২৮ বলে ২৭ রান করে জর্ডানের বলে ক্যাচ আউট হন তিনি। দুরন্ত ডাইভ ক্যাচে কারাণ ভারত অধিনায়ক’কে ডাগ আউটে ফেরান। এরপর ব্যাট করতে নেমে পরিচিত মেজাজেই খেলতে থাকেন সূর্য কুমার যাদব। কিন্তু তিনি ভয়ংকর হয়ে ওঠার আগে আউট হয়ে যান। সূর্যের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন আদিল রশিদ।
এরপর ভারতের রান তোলার যাবতীয় দায়িত্ব এসে পরে কোহলি, হার্দিকের ঘাড়ে। নির্দিষ্ট ছন্দে রান তুলতে শুরু করে দুজনে। ১৫ নম্বর ওভারে ১০ রানে গন্ডি পেরোয় ভারত। নিজের হাফ সেঞ্চুরি করার পর জর্ডানের কাছে পরাস্ত হন কোহলি। ইনিংসের শেষের দিকে চালিয়ে খেলা শুরু করেন হার্দিক পান্ডিয়া, বেশ কয়েকটি ছক্কা হাঁকিয়ে ২৯ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেন ভারতের এই তারকা অলরাউন্ডার।
শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার ১২ রান করার সুবাদে ভারত ১৬৮ রানে পৌঁছয়। ইংল্যান্ডের তরফে ম্যাচের সেরা বোলার ক্রিস জর্ডান। নেন ৩ উইকেট। ৪৭ বলে অপরাজিত ৮৬* রানের ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ওপেনার আলেক্স হেলস।
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : রোহিত’রা সেমিফাইনালে হারতেই ভারতকে খোঁচা পাক প্রধানমন্ত্রীর