PAK vs ENG 2022 : প্রথম টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় ইংল্যান্ডের 

0
23
England won the first test of PAK vs ENG 2022 Test Series
England won the first test of PAK vs ENG 2022 Test Series

PAK vs ENG 2022 – ওলি রবিনসন এবং জেমস অ্যান্ডেরসনের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের উপর নির্ভর করে রাওয়ালপিন্ডি’তে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তান’কে ৭৪ রানে হারালো ইংল্যান্ড। এই জয়ের মধ্যে দিয়ে টেস্ট সিরিজে ১- ০ ব‍্যবধানে এগিয়ে গেলো ইংল্যান্ড।

টেস্টের শেষ দিনে ৩৪৩ রানের লক্ষ‍্যমাত্রা চেজ করতে নামা পাকিস্তানের স্কোর ছিলো ২ উইকেটে ৮০ রান। ইমাম উল হক (৪৩*) এবং সদ শাকিল (২৪*) ক্রিজে অপরাজিত ছিলেন। (PAK vs ENG 2022)

এদিনের খেলার শুরু’তেই অভিজ্ঞ ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডেরসন ইমামের (৪৮) উইকেট তুলে নেন। পাকিস্তানের স্কোর হয়ে দাড়ায় ৩ উইকেটে ৮৯। (PAK vs ENG 2022)

এরপর শাকিল মহম্মদ রিজওয়ানের সাথে জুঁটিতে ৮৭ রান করেন। দুজন মিলে পাকিস্তানের স্কোর ১৭০ রানের গন্ডিতে নিয়ে যান। পরে রিজওয়ান হাফ সেঞ্চুরি করতে পারেননি, অ্যান্ডেরসন উইকেট তুলে নেন রিজওয়ানের উইকেট তুলে নেন। (PAK vs ENG 2022)

পরবর্তী সময়ে শদ সাকিল হাফ সেঞ্চুরি করেন। ১৫৯ বলে ৭৬ রান করে আউট হন তিনি। এই উইকেট হারানোর সুবাদে অর্ধেক পাকিস্তান দল ১৯৮ রানে ড্রেসিংরুমে ফিরে যান। পরের দিকে আগাহ সলমন এবং আজহার আলী মিলে চেষ্টা করলেও, দলের হার আটকাতে পারে নি, ২৬৮ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।

সংশ্লিষ্ট ম‍্যাচে প্রথমে ব‍্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে পাকিস্তান। প্রথম দিন স্কোরবোর্ড ৫০৬ রান জুড়লো ইংল্যান্ড। এর আগে ১৯১০ সালে ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকার মধ্যে টেস্ট ম্যাচে প্রথম দিনের খেলায় সবচেয়ে বেশী রান উঠেছিলো ৪৯৪। এদিন সেই রেকর্ড ভেঙে দিলো ইংল্যান্ড।

ইংল্যান্ডের টপ অর্ডারে জ‍্যাক ক্রলি (১২২), বেন ডাকেট (১০৭) এবং ওলি পোপ (১০৮) তিনজনেই সেঞ্চুরী করেছিলেন। ম‍্যাচে টসে জিতে প্রথম ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। (PAK vs ENG 2022)

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : সাউথ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে বিশেষ কারণে চুল ছাঁটলেন নেইমার 

হ‍্যারি ব্রুক হলো চতুর্থ ইংল্যান্ডের ব‍্যাটার যিনি এদিন সেঞ্চুরি করেছেন। প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেটে ৫০৬ রান তোলে ইংল্যান্ড, পাশাপাশি ভেঙে দিলো শতাব্দী প্রাচীন রেকর্ড। (PAK vs ENG 2022)

রাওয়ালপিন্ডির ফ্ল‍্যাট পিচে বিশেষ কিছু করে উঠতে পারছিলো না পাকিস্তানের বোলাররা। সবচেয়ে বেশী রান দিয়েছেন জাহিদ মাহমুদ, ২৩ ওভার বোলিং করে ১৬০ রান দেন তিনি, নেন ২ টো উইকেট।

গোটা ম‍্যাচে ওলি রবিনসনের পারফরম্যান্স ছিলো চমকপ্রদ। ৩৭ রান করেছিলেন, ৫ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা তিনি।

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : রোনাল্ডো’কে নিয়ে দুঃশ্চিন্তায় ভুগছেন আল্পাইন মেসি