ইতিমধ্যে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলের কোচের পদে আনা হয়েছে ব্রেন্ডন ম্যাকালাম’কে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলতি আইপিএলে দায়িত্ব সারার পর’ই এই প্রাক্তন তারকা নিউজিল্যান্ডের ব্যাটার যোগ দেবেন ইংল্যান্ড শিবিরে, এবার আরেক নাইট রাইডার্সের প্রাক্তন সহকারী কোচ’কে পুরুষ সীমিত ওভারের ক্রিকেটের জাতীয় দলের সহকারী কোচের পদে আনতে বিশেষ উদ্যোগ নিলো ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই সীমিত ওভারের ক্রিকেট দলের কোচের নাম প্রকাশ্যে আনতে চলেছে ইসিবি। সূত্রের খবর অনুযায়ী এক্ষেত্রে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তনী ম্যাথু মট।
এক্ষেত্রে ইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের থেকে এগিয়ে আছেন মট। টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেট দলের দুই পৃথক অধিনায়ক, বিশ্ব ক্রিকেটে দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে ইসিবি। প্রসঙ্গত, চলতি বছরে ক্যারিবিয়ান সফরে ইংল্যান্ড দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে গেছিলেন কলিংউড, তাকে কোচ হওয়ার দৌড়ে ছিটকে দিয়েছেন মট, এমনটাই সূত্রের খবর।
আরও পড়ুনঃ IPL 2022 : ‘নতুন মালিঙ্গা’র পারফরম্যান্সে মুগ্ধ Dhoni, দিলেন দরাজ সার্টিফিকেট !
বর্তমানে অস্ট্রেলিয়ার সিনিয়র মহিলা ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে আছেন মট। সূত্রের খবর অনুযায়ী ইসিবির ইন্টারভিউ প্যানেলের পছন্দের তালিকায় শীর্ষে আছেন তিনি। নিউ সাউথ ওয়েলস, গ্ল্যামরগন, অস্ট্রেলিয়া ‘এ’ দলের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স দলের সহকারী কোচের ভূমিকাও পালনকারী মটের অভিজ্ঞতার ভাড়ার কানায় কানায় পরিপূর্ণ।
২০১৮, ২০২০ টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০২২ এ ৫০ ওভারের মহিলা বিশ্বকাপ জিততে সাহায্য করেছিলেন তিনি অস্ট্রেলিয়া’কে।