পাকিস্তানের বিরুদ্ধে (Pakistan vs England 2022) টেস্ট সিরিজে ইংল্যান্ড দলে সুযোগ করে নিলো কিশোর লেগ স্পিনার রেহান আহমেদ। এবছর অনূর্ধ – ১৯ বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ডের দলের সদস্য ছিলেন তিনি।
নটিংহ্যামের এই ইয়ংস্টার বর্তমানে মধ্যপ্রাচ্যে ইংল্যান্ডের সিনিয়র দলের বিরুদ্ধে ইংল্যান্ড লায়ন্সের হয়ে তিন দিনের ম্যাচে প্রতিনিধিত্ব করছেন। সেখানে ইংল্যান্ডের সিনিয়র ক্রিকেটারদের নজর কেড়েছেন। নজর কেড়েছেন কোচিং স্টাফদের, তার’ই ফলাফল এই সুযোগ। (Pakistan vs England 2022)
এবছর মে মাসে রেহান প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন। ইতিমধ্যে ৯ উইকেট নিয়েছেন। এরমধ্যে একটা ফিফার আছে। ব্যাট টাও ভালোই করেন। ডার্বিশায়ারের বিরুদ্ধে একটা সেঞ্চুরি আছে তার। (Pakistan vs England 2022)
🚨 BREAKING NEWS 🚨
— England's Barmy Army (@TheBarmyArmy) November 23, 2022
18 year-old legspinner Rehan Ahmed has been called up to England Men's Test squad for the tour of Pakistan. pic.twitter.com/LmK8p2KRS6
Rehan. 🏏 https://t.co/LfgMUp23hk pic.twitter.com/tywaVGZ7nv
— England's Barmy Army (@TheBarmyArmy) November 23, 2022
Welcome to our Men's Test squad, @RehanAhmed__16 👏
— England Cricket (@englandcricket) November 23, 2022
The 18-year-old has been added to the group for our tour of Pakistan 🏴🏏
ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাকালামের মতে এখনও রেহানের তৈরি হতে অনেকটাই সময় লাগবে। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহিতে তার পারফরম্যান্স নজর কেড়েছে তার’ও। তিনি বলেন –
“রেহান এখনো পরিপক্ক হয়ে ওঠেনি পুরোপুরি। কিন্তু আমার, বেন স্টোকস সহ দলের বাকি কোচেদের ওর খেলা ভালো লেগেছে। পাকিস্তান সফরে দলে থাকাটা ওকে অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করবে।”
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : মরোক্কোর বিরুদ্ধে গোলশূন্য ড্র করলো ক্রোয়েশিয়া
যদি রেহান পাকিস্তান সফরে খেলার সুযোগ পান তাহলে ইংল্যান্ডের টেস্টের ইতিহাসে কম বয়স্ক ক্রিকেটার হবেন তিনি। বর্তমানে এই রেকর্ড ব্রায়ান ক্লোজের দখলে আছে, ১৮ বছর, ১০২ দিনে টেস্ট অভিষেক করেছিলেন তিনি।
Updated England squad for Pakistan vs England 2022 Series
Ben Stokes (capt), James Anderson, Harry Brook, Zak Crawley, Ben Duckett, Ben Foakes (wk), Will Jacks, Keaton Jennings, Jack Leach, Liam Livingstone, Jamie Overton, Ollie Pope, Ollie Robinson, Joe Root, Mark Wood, Rehan Ahmed.
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : ফের নজকাড়া গোলকিপিং করলেন মেক্সিকোর ওচোয়া