PAK vs ENG 2022 : পাকিস্তান’কে হোয়াইটওয়াশ করতেই বিরাট কোহলি’র সাথে একাসনে বসলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস

0
19
England captain Ben Stokes sat together with Virat Kohli after whitewash Pakistan in PAK vs ENG 2022 Test Series
England captain Ben Stokes sat together with Virat Kohli after whitewash Pakistan in PAK vs ENG 2022 Test Series

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই, (PAK vs ENG 2022) দলের চিত্রটাই সম্পূর্ণ বদলে দিয়েছেন তারকা ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে জুটি বেঁধে, এক নতুন ধরনের ক্রিকেট সকলকে উপহার দিয়েছেন স্টোকস।

আক্রমণাত্মক ক্রিকেট খেলে সারা বিশ্বে, তারা একাধিক গুরুত্বপূর্ণ টেস্টে জয় পেয়েছেন। এবার অধিনায়ক হিসেবেও স্টোকস গড়ে ফেললেন এক নতুন নজির। নাম লিখিয়ে ফেললেন অধিনায়কদের এলিট লিস্টে। (PAK vs ENG 2022)

এক ক্যালেন্ডার বর্ষে ৯ বা তার বেশি টেস্ট ম্যাচ জেতা অধিনায়কদের তালিকায় নাম লেখালেন বেন স্টোকস। পাকিস্তানের বিরুদ্ধে করাচি’তে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে জিতে এই নজির গড়ে ফেললেন তিনি।

কার্যত, সপ্তম অধিনায়ক হিসেবে এই এলিট লিস্টে নাম লেখালেন বেন স্টোকস। চলতি বর্ষে ১০ টি টেস্টে ‘থ্রি লায়ন্স’দের হয়ে অধিনায়কত্ব করেছেন তিনি। যার মধ্যে ৯ টি ম্যাচে জেতার পাশাপাশি একটি মাত্র ম্যাচে হেরেছেন তিনি।

তালিকায় রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি’ও। তিনি ২০১৬ সালে ৯ টি টেস্ট জিতেছিলেন। ড্র করেছিলেন মাত্র ৩ টি ম্যাচে। তালিকায় দুই বার নাম রয়েছে রিকি পন্টিংয়ের। তিনি ২০০৫ এবং ২০০৬ সালে এই নজির গড়েছিলেন। ২০০৬ সালে ১০ টি এবং ২০০৫ সালে ৯ টি টেস্টে অধিনায়ক হিসেবে জিতেছিলেন তিনি। (PAK vs ENG 2022)

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : কাতার বিশ্বকাপের সবচেয়ে বড়ো ফ্লপ রোনাল্ডো, কড়া ভাষায় আক্রমণ কিংবদন্তি ফুটবলারের 

সবার প্রথম অধিনায়ক হিসেবে এই নজির গড়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্লাইভ লয়েড। ১৯৮৪ সালে তিনি ১১ টি টেস্টে জিতেছিলেন। ২০০২ সালে স্টিভ ওয়া অধিনায়ক হিসেবে জিতেছিলেন ১০ টি টেস্ট।

২০০৪ সালে ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ভন’ও ১০ টি টেস্টে জিতেছিলেন। দক্ষিণ আফ্রিকা’র অধিনায়ক গ্রেম স্মিথ ২০০৮ সালে অধিনায়ক হিসেবে জিতেছিলেন ১১ টি টেস্ট।

প্রসঙ্গত, করাচি’তে এদিন বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল’কে ৮ উইকেটে হারিয়ে দেয় ইংল্যান্ড। ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৩০৪ রান করে। যার জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ৩৫৪ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় পাকিস্তান দল। মাত্র ২১৬ রানেই অল আউট হয়ে যায় তারা। মাত্র ২ টি উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে জয় ছিনিয়ে নেয় বেন স্টোকস বাহিনী। (PAK vs ENG 2022)

আরও পড়ুনঃ Mbappe : বিশ্বকাপ ফাইনাল হারার রেশ কাটতে না কাটতেই প‍্যারিস সাঁজায় প্রাক্টিসে ফিরে এলেন এমবাপ্পে