
Australia vs England 2022 – ৩৬ ঘন্টা আগেই টি ২০ বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। এটা তাদের দ্বিতীয় টি ২০ বিশ্বকাপ জয়। তার রেশ কাটতে না কাটতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট সূচী এতোটাই ক্রিকেটে ঠাসা যে ক্রিকেটারেরা বিশ্রাম নেওয়ার ফুরসত পাননা। এবিষয় সুর চরিয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলি। তার বক্তব্য এর আগেও ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের পর এক’ই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাদের। এর ফলে প্রতি ম্যাচে নিজেদের ১০০ শতাংশ দেওয়া মুস্কিল হয়ে পরছে বলেই মত মইনের। (Australia vs England 2022)
টি ২০ বিশ্বকাপ জয় এখন অতীত। ইংল্যান্ডের এবার যাবতীয় ফোকাস আগামী বছরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ৫০ ওভারের বিশ্বকাপ। তার প্রস্তুতি নেওয়া শুরু করবে বাটলাররা অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলা এই তিন ম্যাচের ওডিআই সিরিজের মধ্যে দিয়ে। (Australia vs England 2022)
SQUAD: Presenting a stacked national men's team for the upcoming three-match series against our oldest rivals #AUSvENG
— Cricket Australia (@CricketAus) November 8, 2022
🎟 https://t.co/Zh2kdufP5Q pic.twitter.com/Uj9ptY0HdV
টি ২০ বিশ্বকাপ ফাইনাল জেতানো বেন স্টোকস ইতিমধ্যে অবসর নিয়েছেন ওডিআই থেকে। তাই ছয় নম্বর পজিশনে কাকে খেলাবেন ইংল্যান্ডের অধিনায়ক বাটলার, সেটা দেখার বিষয় হতে চলেছে। অস্ট্রেলিয়ার ওডিআই ক্যাপ্টেন্সি ছেড়েছেন ফিঞ্চ, দায়িত্ব দেওয়া হয়েছে টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স’কে।
আগামী বছরের ৫০ ওভারের বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন দল গড়ার দিকে মন দিতে হবে তাকে, ফিঞ্চ অবসর নেওয়ায় ট্রাভিস হেড ওপেন করবে অসিদের হয়ে। এছাড়া চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়া ম্যাক্সওয়েলের বদলে কাকে খেলান কামিন্স, সেটা দেখার বিষয় হতে চলেছে। (Australia vs England 2022)
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার দুই ভয়ের কারণ জানালেন লিওনেল মেসি
AUS squad for Australia vs England 2022 :
Australia: Pat Cummins (c), Sean Abbott, Ashton Agar, Alex Carey, Cameron Green, Josh Hazlewood, Travis Head, Marnus Labuschagne, Mitchell Marsh, Steve Smith, Mitchell Starc, Marcus Stoinis, David Warner, Adam Zampa
England squad for Australia vs England 2022 :
Jos Buttler (c), Moeen Ali, Sam Billings, Sam Curran, Liam Dawson, Chris Jordan, Dawid Malan, Adil Rashid, Jason Roy, Phil Salt, Olly Stone, James Vince, David Willey, Chris Woakes, Luke Wood
সিরিজের তিন ম্যাচ যথাক্রমে – ১৭, ১৯, ২১ শে নভেম্বর, খেলা গুলো হবে যথাক্রমে অ্যাডিলেড, সিডনি এবং মেলবোর্নে। প্রতিটি ম্যাচ ভারতীয় সময় সকাল ৮:৫০ থেকে শুরু হবে। লাইভ সম্প্রচার হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং হবে সোনি লিভ অ্যাপে।
আরও পড়ুনঃ Indian Cricket Team : ধোনিকে জাতীয় দলে পেতে চাইছে BCCI