Emi Martinez : ক্লাব ফুটবলে ফিরেই স্বমেজাজে মার্টিনেজ, দিলেন নজরকাড়া সেভ, দেখুন ভিডিও

0
23
Emi Martinez : What a save! World Cup hero Emiliano Martinez somehow keeps Aston Villa ahead against Leeds with stunning stop (Watch)
Emi Martinez : What a save! World Cup hero Emiliano Martinez somehow keeps Aston Villa ahead against Leeds with stunning stop (Watch)

Emi Martinez – বিশ্বকাপের মঞ্চে তার দাপুটে পারফরম্যান্স দেখেছিলো সকলেই। তিন কাঠির তলায় তার একের পর এক অসাধারণ সব সেভ আর্জেন্টিনাকে ১৯৮৬ সালের পর ফের বিশ্বকাপ জিততে সাহায্য করেছিলো। এখনো সেই বিশ্বকাপ জয়ের রেশ কাটেনি, এর মাঝে ক্লাব ফুটবলে ফিরেও স্বমেজাজেই আছেন আর্জেন্টিনার গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম‍্যাচে তার দল অ্যাস্টন ভিলা মুখোমুখি হয়েছিলো লিডস ইউনাইটেডের। বিপক্ষের ফুটবলার জ‍্যাক হ‍্যারিসন বক্সের এমন একটা জায়গায় বল পান, যে গোল করেই ফেলতে পারতেন তিনি। কিন্তু গোলের তলায় মার্টিনেজ আছেন যখন, তখন তো আলাদা কিছু প্রত‍্যাশা করাই যায়। ফের আরেকটা অসাধারণ সেভ দিয়ে ভক্তদের মন জয় করে নিলেন এই তারকা গোলকিপার। (Emi Martinez)

বিশ্বকাপের বিরতির পর থেকে অ্যাস্টন ভিলার প্রিমিয়ার লিগের সফর ওঠাপড়ার মধ্যে দিয়ে এগোচ্ছে। হেরেছে, জিতেছে, ড্র করেছে। আবার স্টিভেনেজের কাছে হেরে এফ এ কাপের থেকে ছিটকে গেছে তারা। তবে লিডসের বিরুদ্ধে ম‍্যাচে তিনকাঠির তলায় মার্টিনেজ ফিরতেই তাদের খেলায় দারুণ উন্নতি হয়েছে বলতেই হয়। (Emi Martinez)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : কোহলি’ই অনুপ্রেরণা, ছবি পোস্ট করে জানালেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার

লিডসের বিরুদ্ধে ম‍্যাচে ২-১ গোলে জিতেছে অ্যাস্টন ভিলা। ভিলার হয়ে ম‍্যাচে দুটো গোল করেন বেলি এবং বুয়েন্দিয়া। লিডসের তরফে একটি গোল করে ব‍্যবধান কমান বামফোর্ড। এরপর সাউথহাম্পটনের বিরুদ্ধে লিগের ম‍্যাচে খেলবে মার্টিনেজরা। নিশ্চিত ভাবে এই জয় তাদেরকে পরবর্তী ম‍্যাচ গুলোতে ভালো খেলতে সাহায্য করবে।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : কূলদীপের আরো বেশি করে সুযোগ পাওয়া উচিত, মত প্রাক্তন ভারত তারকার