
East Bengal – প্রবল চাপের মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল শিবির। দলের হতশ্রী পারফরম্যান্স দেখে মেজাজ চড়েছে লাল হলুদ সমর্থকদের, তাদের ক্ষোভ আরো বেড়েছে সদ্য সমাপ্ত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে টিম ম্যানেজমেন্টের অদ্ভুত নিরাবতা পালন দেখে। কোনও কোনও সমর্থক তো সোজা ‘ইস্টবেঙ্গল বয়কট’ স্লোগান তুলছেন। এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে সল্টলেক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল।
শেষ চার ম্যাচে হার হজম। অবশ্য যে টিম এবারের জন্যে করা হয়েছে, সেক্ষেত্রে এরথেকে ভালো ফলাফল প্রত্যাশা করাটাও উচিত নয়। তবে আজ যাবতীয় ফোকস থাকবে ইস্টবেঙ্গলে আগত নবাগত বিদেশি জ্যাক জার্ভিসের উপর। বার্মিংহাম সিটি সহ ফিনল্যান্ডের একাধিক ক্লাবে খেলে আসা এই ফুটবলার আজ তার অভিষেক ম্যাচে ঘরের মাঠে গোল করে কি সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবে ? এর উত্তর পাওয়া যাবে আজ রাতে। (East Bengal)
অবশ্য এই ম্যাচে জিতলেও লিগ টেবিলে কোনও ফারাক পড়বেনা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। তবে দলের যা পরিস্থিতি বর্তমানে সেই অনুযায়ী একটা জয়ের ভীষণ প্রয়োজন এখন ইস্টবেঙ্গলের। এই প্রথম বার এই মরশুমে আক্রমণ ভাগে দুই জন বিদেশি ফুটবলার খেলানোর সুযোগ পেয়েছেন স্টিফেন, তাই ভীষণ খুশি তিনি একপ্রকার। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন গোটা দল ভরসা রাখছে দলের নবাগত বিদেশি ফুটবলার জার্ভিসের উপর। (East Bengal)
চলতি মরশুমেই দলের টালমাটাল অবস্থা, এর মাঝেই পরবর্তী মরশুমের দল নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন স্টিফেন। লাল হলুদ কোচ জানিয়েছেন তিনি নিশ্চিত ইস্টবেঙ্গলের পরবর্তী মরশুমে আইএসএলের প্রথম ছয়ের মধ্যে থাকার ব্যাপারে, এবং তার জন্যে যে সকল প্রস্তুতি নেওয়ার দরকার, তা তিনি নেওয়া শুরু করে দিয়েছেন। (East Bengal)
𝗠𝗔𝗧𝗖𝗛𝗗𝗔𝗬 🔴🟡
— East Bengal FC (@eastbengal_fc) February 3, 2023
Here’s a homage to our Club legend from Kerala and an integral member of the Pancha Pandavas, PBA Saleh, as we prepare to host Kerala Blasters FC at the VYBK this evening.#JoyEastBengal #HeroISL #EBFCKBFC #আমাগোমশাল #EastBengalFC #IndianFootball pic.twitter.com/3oRMYLlqWE
এদিন সাংবাদিক সম্মেলনে এসেও সেই পুরনো বুলি আওড়ালেন ইস্টবেঙ্গলের বিদেশি কোচ। দলের হারের দায় চাপালেন তার ছাত্র দের উপর। জানিয়েছেন ম্যাচের মোক্ষম সময় তার দলের ফুটবলাররা কাজের কাজ টা করতে পারছেন না বলেই আজ তার দলের এই হাল।
এদিকে সমর্থকরা চাননা তিনি আর কোচ থাকুন, ইতিমধ্যে তাকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তারা। সেটাও জানেন স্টিফেন। এক্ষেত্রে তার মুখে পেশাদারি বুলি, বলেছেন দলের সাফল্যের খোঁজে রাতের ঘুম উধাও হয়েছে তার। তিনি নিজে খারাপ পারফরম্যান্স দিলে পরে আর দল পাবেন না, তবে সমর্থক দের বোঝা উচিত এতো কম সময় সাফলতা পাওয়া যায় না।
আরও পড়ুনঃ Kaka : “খেলতে খেলতে ফুটবল থেকে অবসর নেবে রোনাল্ডো” : দাবী কাকার