East Bengal : ফের হার ইস্টবেঙ্গলের

0
20
East Bengal lost 0-2 to Hyderabad FC
East Bengal lost 0-2 to Hyderabad FC

East Bengal – হারের রেশ অব‍্যাহত ইস্টবেঙ্গলের। ফের আরেকবার ঘরের মাঠে হারের মুখোমুখি হলো লাল হলুদ ব্রিগেড। হায়দ্রাবাদ এফসির কাছে ০-২ গোলে হেরে গেলো তারা। গোল করলেন জেভিয়ার সিভেরিয়ো ও আরেন ডি’সিলভা। এরপর ১৪ ম্যাচে খেলে ইস্টবেঙ্গল পেয়েছে ১২ পয়েন্ট। পয়েন্টের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হায়দ্রাবাদ এফসি। প্লে অফে ওঠার ক্ষেত্রে আরও একটু এগিয়ে গেলো নিজামের শহরের দল।

এদিন ঘরের মাঠে ইস্টবেঙ্গলের (East Bengal) দর্শক আসনের দৈন‍্যতা খুবই চোখের পড়ার মতো ছিলো। ঘরের মাঠে একের পর এক হার মানতে পারছেনা কেউই। এদিন মাঠ প্রায় ফাঁকা ছিলো।

দাপুটে ফুটবল খেলেছে হায়দ্রাবাদ ম‍্যাচের শুরু থেকে। ম‍্যাচের নয় মিনিটের মাথায় বোরজা হেরেরার বাড়ানো পাস থেকে ম‍্যাচে প্রথম গোল করেন সিভেরিয়ো। কেউ কেউ মার্ক করেননি হায়দ্রাবাদের গোলস্কোরার কে, তিনি গোল করে যাওয়ার পর স্বাভাবিক ভাবেই হতাশা দেখা যায় লাল হলুদ শিবিরে (East Bengal)।

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : ছত্তিশগড়ের বিশেষ শাল দিয়ে বরণ করা হলো নিউজিল্যান্ডের ক্রিকেটারদের, দেখুন ভিডিও 

এর কিছু সময়ের পর সিভেরিয়ো গোল করার সুযোগ পান। এরপর একাধিক বার সংশ্লিষ্ট ফুটবলার গোল করার সুযোগ পেলেও ইস্টবেঙ্গল গোল করতে পারেননি।

পরবর্তী সময়ে বলা ভুল, ম‍্যাচের অধিকাংশ সময় বল দখলের লড়াই হায়দ্রাবাদের দখলে ছিলো। দ্বিতীয়ার্ধে ওগবেচে একটা দুর্দান্ত শট নেয়, যদি সেটা গোল হতো তাহলে চলতি মরশুমের অন‍্যতম সেরা গোল হতেই পারতো। পরবর্তী সময়ে ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা বেশ কিছু চেষ্টা করেন। কিন্তু শেষ অবধি মান রক্ষা হয়নি ইস্টবেঙ্গলের। শেষ অবধি হায়দ্রাবাদের আরেন ডি’সিলভা হায়দ্রাবাদের হয়ে শেষ পেরেক পুতে আসেন।

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : রায়পুরে সিরিজের দ্বিতীয় ওডিআই ম‍্যাচে খেলতে নামার আগে মেয়ের সাথে হাল্কা মেজাজে পাওয়া গেলো রোহিত শর্মা’কে