East Bengal FC – এক প্রকার নিয়ম হয়ে গেছে ইস্টবেঙ্গলের। প্রথমে এক গোলে এগিয়ে যাওয়া, আর তারপর হারের মুখোমুখি হওয়া। এই রোগ যেনো কিছুতেই সারছেনা ইস্টবেঙ্গলের।
শুক্রবার জামশেদপুরের কাছে ১-২ গোলে হারলো ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথমার্ধে ক্লেটন সিলভার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে দুটো গোল করেন সয়ার এবং ঋত্বিক দাস। (East Bengal FC)
.@JamshedpurFC take home all 3️⃣ points thanks to a late goal by Ritwik Das 🔴#EBFCJFC #HeroISL #LetsFootball #EastBengalFC #JamshedpurFC pic.twitter.com/492hdcGSOj
— Indian Super League (@IndSuperLeague) January 13, 2023
ম্যাচের আগে লাল হলুদ কোচ কনস্টানটাইন বলেছিলেন তাকে চাকরি বাঁচানোর জন্যে এই ম্যাচ জিততে হবে। কিন্তু দেখা গেলো কার্যত মরনবাঁচন ম্যাচে হেরে বসলেন তিনি। সারলো না দলের পুরনো রোগ। (East Bengal FC)
আরও পড়ুনঃ IND vs SL 2023 : ভারতের প্রশংসা করে পাকিস্তান’কে খোঁচা দিলেন ইরফান পাঠান
কিভাবে এক গোলে এগিয়ে যাওয়ার পর বারবার হেরে যাচ্ছে ইস্টবেঙ্গল ? সেই নিয়ে প্রশ্ন ওঠাটাই এখন স্বাভাবিক। জঘন্য ডিফেন্সের ভুল প্রকট হয়ে উঠেছে ম্যাচে। (East Bengal FC)
এদিন হারের পর ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল নয় নম্বর স্থানে থাকলো। জিতে নয় পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলের পরে স্থান করলো জামশেদপুর। ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে শেষ করার স্বপ্ন ভাঙছে ক্রমশ।
আরও পড়ুনঃ FIH Hockey World Cup : স্পেনকে ২-০ গোলে হারিয়ে ঘরের মাঠে হকি বিশ্বকাপ অভিযান শুরু ভারতের