East Bengal : ওড়িশার বিরুদ্ধে আজ জয় তুলতে মরিয়া ইস্টবেঙ্গল

0
13
East Bengal : East Bengal will face Odisha FC in Hero ISL today in Bhubaneswar
East Bengal : East Bengal will face Odisha FC in Hero ISL today in Bhubaneswar

East Bengal – ঘরের মাঠে প্রথমে ২ গোলে এগিয়ে যাওয়ার পরেও চার গোল হজম। ওড়িশা এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের ম‍্যাচে সেই হার হজম করার স্মৃতি এখনও টাটকা সকল ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে।

সেই ম‍্যাচের স্মৃতি উস্কে ফের আরেকবার শনিবার ফের ওড়িশার বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। (East Bengal) তার আগে সাংবাদিক সম্মেলনে লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইনের কাছে দুই দলের শেষ সাক্ষাৎ এর প্রসঙ্গে কথা তোলা হলে, তিনি বলেন,

“সেই ম‍্যাচের মাস দেড়েক কেটে গেছে, তাই সেই ম‍্যাচ সম্পর্কে ভেবে লাভ নেই এখন। শুধুমাত্র ওড়িশা ম‍্যাচ কেনো, আরো বেশ কিছু ম‍্যাচে ভুল করেছি আমরা আশার তুলনায় অনেক বেশি ভুল ক‍রে ফেলেছি আমরা এবারের লিগে। আমরা এতোটা আনকোরা দল নই যে এতো ভুল করবো। বেশ কিছু ম‍্যাচে পয়েন্ট পাওনা ছিলো আমাদের। ব‍্যক্তিগত ভুলে সেই পয়েন্ট গুলো পাইনি আমরা।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সমালোচকদের চুপ করালেন গম্ভীর

শনিবারের ম‍্যাচ জিতলে লিগের শেষ ছয়ে থাকার সম্ভাবনা আরও জোড়ালো হবে লাল হলুদের। তাই লাল হলুদ কোচের পুরোপুরি ফোকাস এখন জয়ের উপর। শেষ ৫ ম‍্যাচে ১১ টা গোল খেয়েছে ইস্টবেঙ্গল। এবিষয়ে কোচের মন্তব্য ক্লিনশিট রেখে তারা’ও জিততে চান। কিন্তু জয় পেলে এসব গোল খাওয়ার ব‍্যাপারে আর বিশেষ কোনও ভাবনা চিন্তা চলেনা তার মাথায়।

আইএসএলে পরপর দুই ম‍্যাচে জিততে পারেনি ইস্টবেঙ্গল। তাই শেষ ম‍্যাচ জিতেও খানিকটা চিন্তায় আছে তারা। অন‍্যদিকে টানা দুই ম‍্যাচে হেরে হারের হ‍্যাটট্রিকের মুখোমুখি ওড়িশা। আজ সন্ধ্যা ৭:৩০ টায় ভুবনেশ্বরে খেলা হবে এই ম‍্যাচ।

আরও পড়ুনঃ Manchester United : এভার্টনকে হারিয়ে এফ এ কাপে যাত্রা শুরু করলো ম‍্যানচেস্টার ইউনাইটেড