East Bengal – শুক্রবার ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেছে ইস্টবেঙ্গল। ম্যাচের পর লাল হলুদের কোচ স্টিফেন কনস্টানটাইনকে কার্যত হতাশ দেখিয়েছে।
খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসে প্রাক্তন ভারত কোচ সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন দলের হতাশজনক পারফরম্যান্সের জন্যে। কনস্টানটাইন বলেছেন, (East Bengal)
“আমরা ঠিক যেমনটা খেলতে চেয়েছি, ঠিক সেই রকমটা খেলতে পারছিনা। আমি জানি ফ্যানেরা আমাদের খেলায় খুশি হয়নি। আমি ফ্যানেদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দলের এরকম হতাশাজনক পারফরম্যান্সের জন্যে।” (East Bengal)
#EBFCJFC ends in defeat. #JoyEastBengal #আমাগোমশাল #EastBengalFC #HeroISL #IndianFootball #LetsFootball pic.twitter.com/uuQB6OI8p4
— East Bengal FC (@eastbengal_fc) January 13, 2023
ম্যাচে লাল হলুদ প্রথমে এক গোলে এগিয়ে যায়, জেএফসির গোলকিপার বিশাল যাদবের করা ভুলের থেকে সুযোগ নিয়ে। ম্যাচের প্রথম ৪৫ মিনিটের খেলায় ইস্টবেঙ্গলের ডিফেন্স ঠিকঠাক ছিলো, কিন্তু দ্বিতীয়ার্ধের খেলায় একেবারে বদলে যায় দলের খেলা। ম্যাচের উপর থেকে নিয়ন্ত্রণ হারায় কনস্টানটাইনের দল। দুই গোল হজম করে বসে।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : রাহুল উইকেট কিপিং চালিয়ে গেলে, ওকে দল থেকে বের করা মুস্কিল, বললেন ওয়াসিম জাফরের
এবিষয় লাল হলুদ কোচ বলেছেন,
“আমরা ফের আরেকটি ম্যাচ হারলাম ব্যক্তিগত করা কিছু ভুলের জন্যে। আমরা গোল করার সুযোগ তৈরী করেনি, সে কথা আজ আর বলতে পারবোনা। আমাদের একটা দারুণ গোল করার প্রয়াস রুখে দিয়েছিলো ওদের গোলকিপার। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারার মাশুল গুনতে হচ্ছে আমাদের।”
এদিন হারের পর ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল নয় নম্বর স্থানে থাকলো। জিতে নয় পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলের পরে স্থান করলো জামশেদপুর। ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে শেষ করার স্বপ্ন ভাঙছে ক্রমশ।
আরও পড়ুনঃ Manchester United : ম্যানচেস্টার ডার্বির আগে ডাচ ফরোয়ার্ডকে দলে নিলো ম্যানচেস্টার ইউনাইটেড