
East Bengal : ভিসা সমস্যা মিটে গেছে ইস্টবেঙ্গলের নয়া ইংরেজ ফরোয়ার্ড জেক জারভিসের। বৃহস্পতিবার তিনি আসছেন কলকাতায় এমনটাই জানা গিয়েছে।
এলিয়ান্দ্রোকে ছেড়েছে ইস্টবেঙ্গল। এরপর থেকে তার পরিবর্তে কোন বিদেশি ফুটবলার আসতে চলেছে লাল হলুদ ব্রিগেডে তা নিয়ে জল্পনা চলছিলো। দীর্ঘদিন ধরেই বিভিন্ন নাম জড়িয়েছে এক্ষেত্রে। এমন একটা সময় জানা গেছিলো ব্রিটিশ ফরোয়ার্ড জেক জারভিসকে দলে নিতে চলেছে লাল হলুদ শিবির। (East Bengal)
৩১ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড কে ইতিমধ্যে চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল, এমনটাই শোনা যাচ্ছে। জোর কদমে তার ভিসার কাজ শুরু হয়ে গেছে। অবশ্য দীর্ঘ দেহের এই ফরোয়ার্ডকে একেবারে ‘নাম্বার নাইন’ বলা যায়না পুরোপুরি। বরং খানিকটা মাঠজুড়ে খেলতে ভালোবাসেন তিনি। এখনো অবধি খেলেছিলেন তিনশোর বেশি ম্যাচ, সেখানে গোল করেছেন ৮৬ টি। (East Bengal)
গত মরশুমে ফিনল্যান্ডের ক্লাব সিনাজোকে তে খেলেছিলেন এই ইংরেজ ফুটবলার। সেখানে মুলত সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলতেন। ৬৭ ম্যাচে ২১ গোল করেছেন। জিতেছেন ইংল্যান্ডের লিগ ট্রফি, লিগ ওয়ানের মতো টুর্নামেন্টে। ইংল্যান্ডের বার্মিংহাম সিটি, ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে তার। ২০১৩ সালে তুরস্কের একটি ক্লাবে খেলেছিলেন।
আরও পড়ুনঃ IPL 2023 : পন্তের বদলে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ওয়ার্নার
As per media reports, Jake Jervis will come to Kolkata today. However, he is unlikely to be in the match against Odisha FC. #JoyEastBengal #EastBengalFC #ISL #IndianFootball
— 𝗧𝗢𝗥𝗖𝗛 𝗕𝗘𝗔𝗥𝗘𝗥𝗦 (@TORCH__BEARERS) January 5, 2023
কেনো জারভিসকে চুক্তি পত্র পাঠানো সম্ভব হচ্ছিলো না সেটা নিয়ে প্রশ্ন উঠেছিলো। আসলে তার চুক্তি না হওয়ার অন্যতম কারণ ছিলো তার ভিসা সংক্রান্ত সমস্যা। তাই কোনও সমস্যার মধ্যে যাতে না পরতে হয়, তাই বিকল্প হিসেবে আরও বেশ কয়েকটি ইংরেজ স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলে রেখেছিলো লাল হলুদ ব্রিগেড। তবে এবার সেই সমস্যা মিটে গেলো। (East Bengal)
শনিবার আইএসএলের পরবর্তী ম্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। তবে সেই ম্যাচে জারভিসের খেলার সম্ভাবনা কম। কারণ তার ম্যাচ ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে।
আরও পড়ুনঃ Steve Smith : বছরের শুরুতে ব্রাডম্যানের রেকর্ড ভাঙলেন স্মিথ