Dwaine Pretorius : বছরের শুরুতে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট’কে বিদায় জানালেন ছন্দে থাকা ক্রিকেটার

0
26
Dwaine Pretorius suddenly bid farewell to international cricket
Dwaine Pretorius suddenly bid farewell to international cricket

Dwaine Pretorius – সোমবার আচমকা আন্তর্জাতিক ক্রিকেট’কে বিদায় জানালেন সাউথ আফ্রিকার অলরাউন্ডার ডোয়েন প্রিটোরিয়াস।

২০১৬ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এখনও পর্যন্ত সাউথ আফ্রিকার হয়ে তিন ফর্ম‍্যাটে ৩০ টা টি টোয়েন্টি, ২৭ টা ওয়ানডে এবং তিনটি টেস্ট ম্যাচ খেলেছিলেন, এছাড়া খেলেছিলেন দুটো বিশ্বকাপ। (Dwaine Pretorius)

টি টোয়েন্টি ক্রিকেটে দারুণ নজর কেড়েছিলেন প্রিটোরিয়াস। ২০২১সালে পাকিস্তানের বিপক্ষে একটি টি টোয়েন্টি ম‌্যাচে ১৭ রানে ৫ উইকেট নেন, যেটি কোনও সাউথ আফ্রিকার ক্রিকেটারের সেরা বোলিং ফিগার টি টোয়েন্টি ক্রিকেটে। সেই বছর টি টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। ২৬১ রান করেছিলেন ১৬৪.১৫ স্ট্রাইক রেটে। (Dwaine Pretorius)

আরও পড়ুনঃ Messi : মেসির জন্যে PSG ছাড়ার সিদ্ধান্তে অনড় এমবাপ্পে

সাউথ আফ্রিকার হয়ে তার দুর্দান্ত পারফরম্যান্স গুলো তাকে দেশ বিদেশের বিভিন্ন লিগে, যেমন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, দ‍্য হ‍্যান্ড্রেড, ক‍্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সহ একাধিক লিগে খেলার সুযোগ করে দেয়।

“কয়েক দিন আগে, কেরিয়ার নিয়ে খুব কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। সবধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলাম। ছোটো থেকে স্বপ্ন দেখতাম আন্তর্জাতিক ক্রিকেটে সাউথ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করার। জানিনা এটা কিভাবে সম্ভব হলো, হয়তো ভগবান আমাকে সেই প্রতিভা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করার। বাকিটা সব তার হাতে। এবার আমার সমস্ত ফোকাস টি টোয়েন্টি ক্রিকেটে।

ফ্রি এজেন্ট হলে এই ছোট্ট ফর্ম‍্যাটে আরও বেশি পরিমাণে মনোযোগ করতে পারবো আমি। আমার জীবন এবং কেরিয়ারেও ব‍্যালেন্স থাকবে। আমি ধন্যবাদ জানাই সকলকে যাদের অবদান আছে আমার কেরিয়ারে। সকল কোচ, ফিজিও এবং ট্রেনারকে আমার আন্তরিক ধন্যবাদ। যারা এতোদিন আমার পাশে ছিলেন।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : এবার ফিটনেসের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন আছে রোহিত শর্মার, মত প্রাক্তন তারকার