
IND vs SL 2023 – মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে রাহুল দ্রাবিড়, ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া সহ আরো বেশ কিছু ভারতীয় ক্রিকেটারকে দেখা গেলো সতীর্থ ঋষভ পন্তের প্রতি আবেগে ভরা বার্তা রাখতে। গত ৩০ শে ডিসেম্বর একটি ভয়াবহ গাড়ি দূর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন ঋষভ পন্ত।
পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতি জারি করা হয় পন্তের শারীরিক অবস্থার গতিবিধি সম্পর্কে। জানা গেছে কপাল, পিঠে চোট লাগার পাশাপাশি হাঁটুর লিগামেন্ট ছিড়েছে ঋষভ পন্তের। দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে যেতে চলেছেন তিনি। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। (IND vs SL 2023)
ঠিক যেমন ভাবে মাঠে লড়াই করেন পন্ত, তেমন ভাবেই জীবনযুদ্ধের মঞ্চে প্রত্যাবর্তন করবেন তিনি। এবিষয় ভীষণ আশাবাদী ভারতের কোচ রাহুল দ্রাবিড়। (IND vs SL 2023)
রাহুল দ্রাবিড় বলেছেন –
“ঋষভ, আশা করি ভালো আছে, এবং দ্রুত সেরে উঠবে। গত একবছরের বেশি সময় ধরে তোমাকে দেশের হয়ে টেস্টে একের পর দারুণ সব ইনিংস খেলতে দেখেছি আমি। কতো কঠিন পরিস্থিতির মধ্যে সেই সব ইনিংস গুলো খেলেছো তুমি।
তাই আমার দৃঢ় বিশ্বাস তুমি এই পরিস্থিতির মধ্যে থেকে নিজেকে বের করে আনতে সক্ষম হবে। কারণ এটাও একটা চ্যালেঞ্জ, এবং কিভাবে প্রত্যাবর্তন করতে হয় সেটা আলাদা ভাবে তোমাকে বলার নেই আমার।”
💬 💬 You are a fighter. Get well soon 🤗 #TeamIndia wish @RishabhPant17 a speedy recovery 👍 👍 pic.twitter.com/oVgp7TliUY
— BCCI (@BCCI) January 3, 2023
Hardik Pandya: ‘Our Love and prayers are all with Rishabh Pant’ ❤️
— Bhavesh Gujrati (@Bhavlivelife007) January 3, 2023
Link of the Full video 👇https://t.co/9Dl3CjJ9Pc
Must watch#RishabhPantAccident #RishabhPant #RishabhPantCarAccident #Rishabpant #ऋषभ_पंत #ऋषभपंत #ऋषभ #pant #hardik #hardik #INDvSL #indVsSri #SLvsIND #SLvIND pic.twitter.com/N5SyS1lJTw
ভিডিওটতে রাহুল দ্রাবিড়ের পর বক্তব্য রেখেছেন হার্দিক পান্ডিয়া। পান্ডিয়ার বিশ্বাস পন্তের লড়াকু মানসিকতা তাকে দ্রুত মাঠে ফিরতে সাহায্য করবে। পান্ডিয়া নিজেও একটি সময় চোটের জেরে মাঠের বাইরে ছিলেন, কামব্যাক করতে কতোটা লড়াই করতে হয়, সেটা তার থেকে ভালো আর কার’ইবা জানার থাকবে। তিনি বলেছেন –
“তোমার দ্রুত সুস্থতা কামনা করি ঋষভ পন্ত। আমি জানি তুমি একজন যোদ্ধা। জীবন সব সময় আমাদের মর্জি মাফিক চলেনা। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আছে তোমার প্রত্যাবর্তনের বিষয়। এরকম তো তুমি আগেও করে দেখিয়েছো।
আমার ভালোবাসা এবং শুভকামনা তোমার সাথে আছে। গোটা দেশ তোমার পাশে আছে ঋষভ। তাড়াতাড়ি সেরে ওঠো ভাই।”
ভিডিওটিতে সূর্যকুমার যাদব, যুজবেন্দ্র চাহাল, ইশান কিষাণ এবং শুভমান গিলকেও ঋষভের প্রতি বক্তব্য রাখতে দেখা গেছে। (IND vs SL 2023)