Shakib Al Hasan : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে আদৌও খেলা সম্ভব শাকিবের পক্ষে ? আপডেট দিলেন বাংলাদেশ কোচ Russell Domingo

0
29
Domingo doesn’t want half-fit Shakib in first Test
Domingo doesn’t want half-fit Shakib in first Test

শুক্রবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিলো শাকিব আল হাসানের‌। এরপর থেকেই আপামর বাংলাদেশ বাসী বুকভরা আশায় আছেন শাকিব’কে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে খেলতে দেখতে নামার বিষয়ে।

যদিও তেমন আশা রাখছেন না বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো। কারণ ৫ দিনের টেস্ট ম্যাচ খেলতে হলে ১০০ শতাংশ ফিট থাকাটা জরুরি, কিন্তু সেখানে শাকিব যদি ৫০-৬০ শতাংশ ফিটনেস নিয়ে খেলতে নামেন, তাহলে তার পক্ষে স্বমেজাজে মাঠে থাকাটা কঠিন হয়ে পড়বে বলেই মত বাংলাদেশ কোচের।

“যে কেউ চাইবে ১০০ শতাংশ ফিট শাকিব আল হাসান’কে দলে পেতে। তবে প্রথম একাদশে ওকে রাখা মুস্কিল হয়ে পড়বে যদি ও ৫০-৬০ শতাংশ ফিট থাকে। টেস্ট ম‍্যাচ প্রসঙ্গে ফিরি, প্রথমে ওর ফিটনেস চেক করাটাই আমাদের মূল লক্ষ‍্য যে খেলাধুলার দিক থেকে ঠিক কেমন জায়গায় দাড়িয়ে আছে। ও সবে কোভিড থেকে সেরে উঠেছে, এখনও পুরোপুরি সুস্থ না।ও নিঃসন্দেহে বিরাট মাপের ক্রিকেটার, এমন টিমকে যথেষ্ট ব‍্যালান্স করে। তবে আমাদের এখন দেখতে হবে ও কি অবস্থায় আছে‌‌। ও শেষ দুই – তিন সপ্তাহ ব‍্যাটিং বা বোলিং, কোনও টাই করিনি।এটা পাঁচ দিনের খেলা এক্ষেত্রে বিভিন্ন বিষয় মাথায় রাখতে হয়।

আরও পড়ুনঃ (VIRAL VIDEO): শুধু ব‍্যাটিং নয়, কফি বানাতেও ওস্তাদ Sachin Tendulkar ! দেখে নিন ভিডিও

আমারও কোভিড হয়েছিল, সেরে ওঠার পর দেখেছি এনার্জি আগের মতো পাওয়া যায় না প্রথমেই। অন্তত টেস্ট ম‍্যাচ খেলার মতো পরিস্থিতি থাকে বলে মনে হয়না।এটা তো আর টি টোয়েন্টি অথবা ওয়ানডে ক্রিকেট নয়‌‌। আমরা চাই ও অবশ্যই খেলুক, কারণ ও আমাদের সেরা ক্রিকেটার। তবে আমাদের এটাও দেখতে হবে ও পুরোপুরি নিজের এই সুযোগ ব‍্যবহার করার জন্য প্রস্তুত কি নয়‌।”  – রাসেল ডোমিঙ্গো 

আরও পড়ুনঃ East Bengal: ম‍্যান ইউ নাকি অ্যাটলেটিকো মাদ্রিদ ? কবে জানা যাবে ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টরের নাম ? জানুন বিস্তারিত