Dipa Karmakar – নিষিদ্ধ পদার্থ সেবন করার দায়ে ২১ মাসের জন্যে নির্বাসিত হলেন ভারতের জিমন্যাস্ট দীপা কর্মকার। ১০ ই জুলাই ২০২৩ সাল অবধি দীপার উপর নিষেধাজ্ঞা জারি করলো আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি।
Higenamine নেওয়ার দায়ে নিষিদ্ধ হলেন দীপা। যা বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থার দ্বারা নিষিদ্ধ। ২০১৭ সালে অ্যান্টি ডোপিং সংস্থা এটিকে নির্বাসিত করেছিলো। ২০২১ সালের অক্টোবর দীপার নমুনা পরীক্ষায় এই নিষিদ্ধ দ্রব্য টি পাওয়া যায়। তাই ১১ ই অক্টোবর থেকে এযাবৎ তার সমস্ত প্রতিযোগীতার ফলাফল বাতিল করা হলো। (Dipa Karmakar)
এর ফলে ২৯ বছর বয়সী এই অ্যাথলিট ছয়টি বিশ্ব চ্যালেঞ্জ কাপ সিরিজ মিস করবেন। তবে ২৩ শে সেপ্টেম্বর ২০২৩ সালে আন্টোর্পের অলিম্পিক কোয়ালিফায়ার মিস করার কোনও সম্ভাবনা নেই তার।
আরও পড়ুনঃ Cristiano Ronaldo : পেনাল্টি থেকে গোল করে সৌদি আরবে গোলের খাতা খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
অলিম্পিকের ইতিহাসে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে প্রতিনিধিত্ব করার রেকর্ড দীপার দখলে। রিও অলিম্পিকে নিজের ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করে ইতিহাস গড়েছিলেন দীপা। অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছিলেন।
২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন দীপা। প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি এক্ষেত্র। এছাড়াও একাধিক সন্মান এনে দিয়েছিলেন তিনি ভারতকে।
আরও পড়ুনঃ Umran Malik : উমরানের মতো পেসার পাকিস্তানের গলি গলিতে পাওয়া যায়, বিতর্কিত মন্তব্য পাক পেসারের