IND vs AUS 2023 : কার্তিক চান নাগপুর টেস্টে খেলুক সূর্য

0
15
Dinesh Karthik wants Suryakumar Yadav to play in Nagpur Test IND vs AUS 2023
Dinesh Karthik wants Suryakumar Yadav to play in Nagpur Test IND vs AUS 2023

IND vs AUS 2023 – নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম‍্যাচে ভারতের প্রথম একাদশে খেলতে দেখতে চান দীনেশ কার্তিক। তার মতে ভারতের উচিত সূর্য কুমার যাদবকে খেলানো।

পিঠের সমস্যার কারণে শ্রেয়স আইয়ারের প্রথম টেস্ট ম্যাচে খেলা একপ্রকার অনিশ্চিত। তার পরিবর্তে সূর্য কুমার যাদবকে খেলানোটাই একেবারে সঠিক সিদ্ধান্ত হবে বলেই মনে করেন কার্তিক। এই মুহূর্তে অসামান্য ছন্দে আছেন সূর্য কুমার যাদব, এছাড়া ভারতে স্পিন সহায়ক পিচ, সূর্য স্পিনটা ভালো খেলে, তাই তাকে টেস্টে খেলার সুযোগ দেওয়া উচিত বলেই মনে করেন দীনেশ কার্তিক। (IND vs AUS 2023)

Cricbuzz কে সাক্ষাৎকারে দীনেশ বলেছেন – (IND vs AUS 2023)

“শ্রেয়স আইয়ার যদি ফিট না হয়ে ওঠেন। তাহলে সূর্য কুমার যাদব এবং শুভমান গিলের মধ্যে জায়গা দখলের লড়াই চলবে। আমি ব‍্যক্তিগত ভাবে মনে করি সূর্য কুমার যাদবের খেলা উচিত। আমরা স্পিন সহায়ক উইকেটে খেলবো, সূর্য কুমার যাদব স্পিন টা ভালো খেলে। ওকে টেস্ট খেলার সুযোগ দেওয়া হোক, এখন রেড হট ফর্মে আছে।”

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : ভাইরাল মহিলা ফ‍্যানের শুভমান গিলের উদ্দেশ্যে লেখা ব‍্যানার

এখন শ্রেয়স আইয়ারের বদলে সূর্য কুমার যাদবের খেলার সম্ভাবনা প্রবল আসন্ন নাগপুর টেস্টে। এছাড়া আছেন শুভমান গিল। ম‍্যানেজমেন্ট তাকেও সুযোগ দিতে পারে। (IND vs AUS 2023)

চলতি রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ করেছিলেন সূর্য কুমার যাদব। মুম্বাইয়ের হয়ে এই ডান হাতি ব‍্যাটার তিন ইনিংসে ৭৪.৩৩ গড়ে ২২৩ রান ক‍রেছিলেন।

এছাড়া মুম্বাইয়ের হয়ে ৭৯ টা প্রথম শ্রেণীর ম‍্যাচ খেলেছিলেন সূর্য কুমার যাদব। সেখানে ৫৫৪৯ রান করেছিলেন তিনি, ৪৪.৭৫ গড়ে। ৩২ বছর বয়সী এই ব‍্যাটার ১৪ টা সেঞ্চুরি এবং ২৮ টা হাফ সেঞ্চুরি করেছেন।

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : ভাইরাল মহিলা ফ‍্যানের শুভমান গিলের উদ্দেশ্যে লেখা ব‍্যানার