
BAN vs IND 2022 – ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের ফিটনেস নিয়ে খুব চিন্তা প্রকাশ করলেন দীনের কার্তিক। এই সমস্ত সমস্যা গুলোর জন্যে সাম্প্রতিক কালে ভারত মারাত্মক সমস্যায় পড়েছে বড়ো টুর্নামেন্ট গুলোতে, এমনটাই মনে করেন কার্তিক। তার বক্তব্য –
“ভারতীয় দলের বর্তমানে ফিট ক্রিকেটারের প্রয়োজন। বহুদিন ধরে টিম ইন্ডিয়া কোনও ম্যাচে পুরোপুরি ফিট একাদশ নামাতে পারছেনা। দীর্ঘদিন হলো ভারত তাদের শক্তিশালী এগারো জনের দলকে মাঠে নামাতে পারছেনা।
এটা খুব ভালো একটা বিষয় নয়, পরিস্থিতির মোকাবেলা করতে খুব শীঘ্রই কোনো একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। কারণ সামনে বিশ্বটেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল এবং বিশ্বকাপ আছে।”
এবারের অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত চোটের কারণে জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজাকে খেলাতে পারেনি। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে ছিটকে গেছিলো ভারত। (BAN vs IND 2022)
প্রসঙ্গত, রোববার, খেলতে নামার সময় ভারতের আর জয়ের জন্য প্রয়োজন ছিলো ১০০ রানের। কিন্তু শুরুতেই ফের ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। মেহেদী হাসান মিরাজ ইনিংসে তার পাঁচ উইকেট সম্পূর্ণ করে ফেলে, ৪৫/৪ থেকে ৭৪/৭ পৌঁছে গিয়ে মারাত্মক সমস্যায় পড়ে যায় ভারত, বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট জয়ের সম্ভাবনা কে সুদৃঢ় করে তোলে। কিন্তু পরবর্তী সময়ে অশ্বিন এবং শ্রেয়স আইয়ার ভারতের ক্রিকেট দলের ২০২২ এর শেষটা খারাপ ভাবে ইতি টানতে দেননি। (BAN vs IND 2022)
Shreyas Iyer looking confident in defence. Ashwin is a fighter. India will get there. But way too many questions which require answers.
— Kushan Sarkar (@kushansarkar) December 25, 2022
First things first KL Rahul wasn't, isn't and won't be your long term India captain. You don't know who it is but not KL. Certainly not#INDvBAN
১ রান করেই আউট হয়ে যেতে পারতেন অশ্বিন, মেহেদী হাসান মিরাজের বলে। কিন্তু মোমিনুল হক তার সেই সহজ ক্যাচ মিস করে বসেন। (BAN vs IND 2022)
এরপর বাংলাদেশের সৃষ্টি করা চাপের উপর পাল্টা চাপ দেওয়া শুরু করেন অশ্বিন-আইয়ার জুঁটি। ইনিংসের শুরু থেকে নিজেকে গুটিয়ে রাখা শ্রেয়স আইয়ার নিজের খোলস ছেড়ে বের হয়ে আসার চেষ্টা করেন। ইনিংসের ৪১ তম ওভারে তাকে মারমূখী মেজাজে পাওয়া যায় সাকিব আল হাসানের বিরুদ্ধে। পরবর্তী সময় মেহেদী, খালেদ কে রেয়াত দেননি তিনি। অবশ্য এই মারমুখী ক্রিকেট খেলার পথে তার বেশ কিছুবার আউট হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছিল। এরপর জয় পেতে আর খুব বিশেষ একটা অপেক্ষা করতে হয়নি ভারতীয় ক্রিকেট দলকে।
শনিবার মেহেদী হাসান মিরাজ দ্রুত তিন উইকেট তুলে নিয়ে মারাত্মক চাপে ফেলে দিয়েছিলো ভারতকে, ১২ রানের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ভারতীয় ক্রিকেট দলের গোটা খেলার নক্সাটা বদলে দেন তিনি। ১৪৫ রান তাড়া করতে নেমে খুব দ্রুত আউট হয়ে যান ভারত অধিনায়ক কে এল রাহুল। মাত্র ২ রান করে সাকিব আল হাসানের হাতে তালুবন্দি হন রাহুল, শুরুতেই উইকেট পেয়ে ম্যাচে জাঁকিয়ে বসে বাংলাদেশ। (BAN vs IND 2022)
খুব বেশি সময় ব্যাট করতে পারেননি চেতেশ্বর পূজারা (৬)। মেহেদীর লেংথ ব্যাকের ডেলিভারি সামাল দিতে গিয়ে বল ইনসাইড এজ হয়ে তালুবন্দি হয় উইকেট কিপারের হাতে ধরা পড়ে। এরপর মেহেদীর বল বুঝতে ভুল করে আউট হয়ে যান শুভমান গিল (৭), বলা চলে উইকেট টা উপহার দিয়েছেন তিনি। দলের প্রয়োজনের দিন বিশেষ নির্ভরতা দিতে ব্যর্থ বিরাট কোহলি (১)। টানা ৪ উইকেট হারিয়ে গতদিন রীতিমতো চাপে পড়ে গেছিলো ভারতীয় ক্রিকেট দল। ভারত এরপর টেস্ট সিরিজ খেলবে আগামী বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই টেস্ট সিরিজ চার ম্যাচের।