Virat Kohli : কোহলির বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলা ইনিংসটাকে এবছরের সেরা ইনিংস হিসেবে বেছে নিলো দীনেশ কার্তিক

0
29
Dinesh Karthik chose Virat Kohli's innings against Pakistan in the World Cup as the best innings of this year
Dinesh Karthik chose Virat Kohli's innings against Pakistan in the World Cup as the best innings of this year

Virat Kohli – মেলবোর্নের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কোহলির খেলা ইনিংসটাকেই এবছর কোনও ভারতীয় ব‍্যাটারের খেলা সেরা ইনিংস হিসেবে বেছে নিলো দীনেশ কার্তিক। কার্তিকের মতে এবছর সেরা ভারতীয় টি টোয়েন্টি ব‍্যাটার সূর্য কুমার যাদব, সেরা টেস্ট ক্রিকেটার ঋষভ পন্ত এবং সেরা ওডিআই ক্রিকেটার শ্রেয়স আইয়ার।

জয় দিয়ে ২০২২ শেষ করলো ভারতীয় ক্রিকেট দল। রোববার ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৩ উইকেটে জেতে ভারত। এছাড়া ‘মেন ইন ব্লু’ টেস্ট সিরিজ জেতে ২-০ ব‍্যবধানে।

রোববার, খেলতে নামার সময় ভারতের আর জয়ের জন্য প্রয়োজন ছিলো ১০০ রানের। কিন্তু শুরুতেই ফের ব‍্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। মেহেদী হাসান মিরাজ ইনিংসে তার পাঁচ উইকেট সম্পূর্ণ করে ফেলে, ৪৫/৪ থেকে ৭৪/৭ পৌঁছে গিয়ে মারাত্মক সমস্যায় পড়ে যায় ভারত, বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট জয়ের সম্ভাবনা কে সুদৃঢ় করে তোলে। কিন্তু পরবর্তী সময়ে অশ্বিন এবং শ্রেয়স আইয়ার ভারতের ক্রিকেট দলের ২০২২ এর শেষটা খারাপ ভাবে ইতি টানতে দেননি। (BAN vs IND 2022)

১ রান করেই আউট হয়ে যেতে পারতেন অশ্বিন, মেহেদী হাসান মিরাজের বলে। কিন্তু মোমিনুল হক তার সেই সহজ ক্যাচ মিস করে বসেন। (BAN vs IND 2022)

এরপর বাংলাদেশের সৃষ্টি করা চাপের উপর পাল্টা চাপ দেওয়া শুরু করেন অশ্বিন-আইয়ার জুঁটি। ইনিংসের শুরু থেকে নিজেকে গুটিয়ে রাখা শ্রেয়স আইয়ার নিজের খোলস ছেড়ে বের হয়ে আসার চেষ্টা করেন। ইনিংসের ৪১ তম ওভারে তাকে মারমূখী মেজাজে পাওয়া যায় সাকিব আল হাসানের বিরুদ্ধে। পরবর্তী সময় মেহেদী, খালেদ কে রেয়াত দেননি তিনি। অবশ্য এই মারমুখী ক্রিকেট খেলার পথে তার বেশ কিছুবার আউট হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছিল। এরপর জয় পেতে আর খুব বিশেষ একটা অপেক্ষা করতে হয়নি ভারতীয় ক্রিকেট দলকে।

আরও পড়ুনঃ Shahid Afridi : চিফ সেলেক্টর হওয়ার পর নিজের সতীর্থের কাছেই খিল্লির পাত্র হলেন শাহিদ আফ্রিদি 

শনিবার মেহেদী হাসান মিরাজ দ্রুত তিন উইকেট তুলে নিয়ে মারাত্মক চাপে ফেলে দিয়েছিলো ভারতকে, ১২ রানের ব‍্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ভারতীয় ক্রিকেট দলের গোটা খেলার নক্সাটা বদলে দেন তিনি। ১৪৫ রান তাড়া করতে নেমে খুব দ্রুত আউট হয়ে যান ভারত অধিনায়ক কে এল রাহুল। মাত্র ২ রান করে সাকিব আল হাসানের হাতে তালুবন্দি হন রাহুল, শুরুতেই উইকেট পেয়ে ম‍্যাচে জাঁকিয়ে বসে বাংলাদেশ। (BAN vs IND 2022)

খুব বেশি সময় ব‍্যাট করতে পারেননি চেতেশ্বর পূজারা(৬)। মেহেদীর লেংথ ব‍্যাকের ডেলিভারি সামাল দিতে গিয়ে বল ইনসাইড এজ হয়ে তালুবন্দি হয় উইকেট কিপারের হাতে ধরা পড়ে। এরপর মেহেদীর বল বুঝতে ভুল করে আউট হয়ে যান শুভমান গিল (৭), বলা চলে উইকেট টা উপহার দিয়েছেন তিনি। দলের প্রয়োজনের দিন বিশেষ নির্ভরতা দিতে ব্যর্থ বিরাট কোহলি (১)। টানা ৪ উইকেট হারিয়ে গতদিন রীতিমতো চাপে পড়ে গেছিলো ভারতীয় ক্রিকেট দল।

আরও পড়ুনঃ Ronaldo : এমবাপের খেলা দেখে নিজের খেলার কথা মনে পড়ে রোনাল্ডোর