Dhoni : ধোনিকে ভারতের টি টোয়েন্টি দলের কোচ করার দাবী জানালেন প্রাক্তন পাকিস্তানের তারকা

0
22
Dhoni :
Dhoni : "You have the great MS Dhoni with you" - Danish Kaneria wants the former captain as coach of India's T20I team

Dhoni – প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার দানীশ কানেরিয়া চাইছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি’কে ভারতের টি টোয়েন্টি দলের কোচ করা হোক।

কানেরিয়ার মতে ভারতের টেস্ট এবং ওয়ানডে দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন রাহুল দ্রাবিড়। কিন্তু টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি ক্রিকেট দলে বদলের প্রয়োজন আছে, এবং কানেরিয়ার মতে মহেন্দ্র সিং ধোনি (Dhoni) আদর্শ একাজের জন্যে।

৪২ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন এছাড়া বীরেন্দ্র শেহবাগ’কেও বিকল্প হিসেবে ভাবতে পারে বিসিসিআই। তার বক্তব্য,

“ভারতের ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন রাহুল দ্রাবিড়। তবে ভারতের টি টোয়েন্টি দলের কোচের পদে বদল চাই। এই ফর্ম‍্যাটে বীরেন্দ্র শেহবাগ কার্যকর ভূমিকা পালন করতে পারেন‌‌।

এছাড়া এম এস ধোনি আছেন। কেনো তাকে কাজে লাগাচ্ছেন না ভারতীয় বোর্ড। ভারতকে কতো ট্রফি জিতিয়েছিলেন।”

আরও পড়ুনঃ Messi : পরের বিশ্বকাপেও খেলবেন মেসি, আশাবাদী আর্জেন্টিনার কোচ স্ক‍্যালোনী

২০২১ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেন্টর করা হয়েছিল ধোনি’কে। যদিও বিরাট কোহলির নেতৃত্বে ভারত বাদ পড়ে গ্রুপ পর্ব থেকে।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ক‍্যাচ নিতে গিয়ে বড়সড় বিপদের মুখোমুখি হলেন শ্রেয়স – উমরান, দেখুন ভিডিও