
Dhoni – আকাশ চোপড়ার মতে ধোনির মতো অধিনায়ক প্রজন্ম তে একটাই আসে। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটার আছেন অধিনায়কত্বের বিচারে তার ধারেকাছে।
২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ,২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ান্স ট্রফি জিতেছিলো ভারত মহেন্দ্র সিং ধোনির (Dhoni) নেতৃত্বে। ধোনি ক্যাপ্টেন্সি ছাড়ার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের আসরে তেমন কোনও সাফলতা পাইনি ভারতীয় ক্রিকেট দল।
গতবছর একাধিক অধিনায়ক কে নেতৃত্ব দিতে দেখা গেছে ভারতীয় ক্রিকেট দলকে। তাদের তুলনায় মহেন্দ্র সিং ধোনি (Dhoni) আলাদা কোথায়, নিজের YouTube চ্যানেলের ভিডিওতে তার ব্যাক্ষা দিয়েছেন আকাশ চোপড়া, তার বক্তব্য,
“ধোনি ‘Once in a generation’ অধিনায়ক। অসাধারণ তার পারফরম্যান্স এবং মাঠের উপস্থিতি’ও তেমন, ধোনি অনুপ্রেরণা, নিজেই একটা প্রতিষ্ঠান, এখনও তাই।”
আরও পড়ুনঃ Hugo Lloris : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক
ধোনিকে নিয়ে বলার সময় মানুষ বিশেষণ হারিয়ে ফেলে। আকাশ বলেছেন,
“খুব কম ধোনির মতো মানুষের দেখা মেলে। যখন এমন মানুষের আগমন ঘটে, তখন একটা যুগের সূচনা হয়। তেমন ধোনির’ও নিজের যুগ ছিলো। উনি ছিলেন একজন স্পেশাল প্লেয়ার পাশাপাশি একজন স্পেশাল অধিনায়ক। ধোনিকে নিয়ে কিছু বলতে গেলে শব্দের সংখ্যার অভাব হয়ে যাবে। ধোনি এমন’ই একজন ক্রিকেটার।”
ধোনির নেতৃত্বে ২০০ ওডিআই খেলেছে ভারতীয় ক্রিকেট দল, ম্যাচ জিতেছে ১১০ টা। এরমধ্যে ১৬ টা ম্যাচ টাই অথবা অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। এই উইকেট কিপার – ব্যাটার ৭২ টা টি টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন, জিতেছেন ৪১ টা, হেরেছে ২৮ টায়।