
T20 World Cup 2022 – বৃহস্পতিবার গেলংয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৬ রানে জিতে চলতি টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে পৌঁছে গেলো শ্রীলঙ্কা। জয়ের পর শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা জানিয়েছেন গ্রুপ শীর্ষে থেকেই সুপার টুয়েলভে পৌঁছনোর বিষয়ে আশাবাদী ছিলো গোটা শ্রীলঙ্কা দল।
এদিন কাজে লাগেনি নেদারল্যান্ডসের ম্যাক্স ও’দোইদের অপরাজিত হাফ সেঞ্চুরির ইনিংস,নেদারল্যান্ডস’কে ১৬ রানে হারিয়ে সুপার টুয়েলভে পৌঁছে গেলো শ্রীলঙ্কা।খেলার পর শ্রীলঙ্কার অধিনায়ক সানাকা বলেছেন, (T20 World Cup 2022)
” আমাদের আত্মবিশ্বাস ছিলো গ্রপ শীর্ষে শেষ করার, কিন্তু প্রথম ম্যাচটা হেরে যাই।দল দারুণ পারফরম্যান্স দিয়েছে আজ, বিশেষ করে বোলিং গ্রুপের কথা বলতেই হয়।পিচে দুই রকম পেস ছিলো, তাই আমরা প্রথম ১০ ওভারে ভালো বোলিং করার চেষ্টা করেছি, যাতে পরে ম্যাচে নিয়ন্ত্রণ নিতে পারি।”
Sri Lanka are through to the #T20WorldCup Super-12 stage! 👊#RoaringForGlory #SLvNED pic.twitter.com/Q9EmnrKXpz
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 20, 2022
টুর্নামেন্টের শুরু’তেই নামিবিয়ার কাছে হারের বিরাট ধাক্কা সামলে পরপর সংযুক্ত আরব আমিরশাহি এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতে দারুণ প্রত্যাবর্তন করলো লঙ্কা ব্রিগেড। (T20 World Cup 2022)
ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস ধীর গতিতে ইনিংসের শুরুয়াত করে এরপর, প্রথম ৫ ওভারে মাত্র ২২ রান তুলেছিলো শ্রীলঙ্কা। (T20 World Cup 2022)
Incredible 44-ball 79 by Kusal Mendis 👊#SLvNED #RoaringForGlory #T20WorldCup pic.twitter.com/WnZcUfD9kC
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 20, 2022
পঞ্চম ওভারে ডাচ’রা ক্যাচ মিস করায় জীবনদান পান নিশাঙ্কা, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।নেদারল্যান্ডসের পেসার পল ভ্যান মেকেরেনের নিঁখুত ইয়র্কার সামাল দিতে ব্যর্থ হন তিনি।পরের বলে ধনঞ্জয় ডি’সিলভা আউট হতে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।
এরকম পরিস্থিতি থেকে চরিথ আশালাঙ্কা এবং কুশল মেন্ডিস টেনে তোলেন শ্রীলঙ্কা’কে। ৬০ রান জোড়েন তারা যুগলবন্দী’তে, তারপর ৩১ রান করে আউট হয়ে যান আশালাঙ্কা। (T20 World Cup 2022)
Sri Lanka join England, Australia, New Zealand and Afghanistan in Super 12, Group 1!
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 20, 2022
This is the BIG TIME! #RoaringForGlory #T20WorldCup pic.twitter.com/ZzzCn1Kdjd
Another 3️⃣-wicket haul for Wanindu Hasaranga! 👏👏👏#RoaringForGlory #SLvNED #T20WorldCup pic.twitter.com/iex1qaBYYt
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 20, 2022
ছক্কা মেরে কেরিয়ারের নবম টি ২০ হাফ সেঞ্চুরি করেন কুশল মেন্ডিস। পেনাল্টিমেট ওভারে একাধিক ছক্কা মারেন তিনি। অপরাজিত ভাবেই মাঠ ছাড়বেন তিনি এমনটাই মনে হচ্ছিলো। শেষে গুগটেনের বলে ভান বিকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান, ৫ টা ছক্কা এবং ৫ টা চার সহযোগে ৪৪ বলে ৭৯ রান করে আউট হয়ে যান তিনি।
দুঃস্মন্ত চামিরা, প্রমোদ মধুশানের মতো পেসাররা চোটের জন্যে ছিটকে গেলেও পরিবর্তে আসা লাহিরু কুমারা এবং বিনুরা ফার্নান্দেজ বেশ দারুণ ভাবে সামাল দেয় পরিস্থিতি। দারুণ চাপে রাখা শুরু করে তারা ডাচদের, ইনিংসের শুরু থেকে।
আরও পড়ুনঃ ISL 2022 – 23 : ডার্বির আগে নর্থইস্ট’কে ৩-১ গোলে হারিয়ে প্রথম জয় পেলো ইস্টবেঙ্গল
৭ রান করে আউট হয়ে যান ডাচ ওপেনার বিক্রমজিৎ সিং, থিকসানার বলে সানাকার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর উদীয়মান ডাচ তারকা ডে লেডে’কে ১৪ রানে আউট করেন কুমারা।
অভিজ্ঞ ডাচ ব্যাটার কলিন আক্রেমান ফেরেন গোল্ডেন ডাক হয়ে, হাসারাঙ্গার স্পিনের ভেল্কিতে। দশ ওভার শেষে ডাচ দলের স্কোর ছিলো ৩ উইকেটে ৬৩।
৭১* রানে অপরাজিত ছিলেন আরেক ডাচ ওপেনার ম্যাক্স ও’দোদ। তিনি ডাচ ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস দারুণ ভাবে পরিস্থিতি সামাল দিচ্ছিলো। দ্রুত বেগে রান তুলছিলেন এডওয়ার্ডস, ফার্নান্দো তাকে ২১ রানে আউট করতেই নেদারল্যান্ডস দলে ধস নামে, ৪ উইকেটে ১০৪ থেকে ৮ উইকেটে ১০৯ রান হয়ে যায় চোখের নিমেষে। খেলা তখনই শেষ হয়ে গেছিলো নেদারল্যান্ডসের, এরপর তাদের হারটা শুধুমাত্র সময়ের অপেক্ষায় ছিলো।