
T20 World Cup 2022 – রুদ্ধশ্বাস একটা জয়। প্রতিপক্ষ পাকিস্তান। জয়ের নায়ক বিরাট কোহলি। ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফিরলো ভারতীয় ক্রিকেটের পরিচিত দৃশ্যে।
১৬০ রান তাড়া করতে নেমে দলের ব্যাটিং বিপর্যয়। তা সামাল দেওয়ার পাশাপাশি রাউফ, নাসিম, শাহীন, নাওয়াজ’দের মুহুর্তে মূহুর্তে আক্রমণ সামাল দেওয়া, প্রতিটা কাজ এদিন দলের বিশ্বস্ত সৈনিকের মতে সামাল দিয়েছেন কোহলি, ঠিক আগের মতোই, যেমন ভাবে তার চেজমাস্টার হয়ে ওঠা। (T20 World Cup 2022)
এরপর একটা জয় পাওয়ার পর আর আবেগ সামাল দিতে পারেননি দলের অধিনায়ক রোহিত শর্মা নিজেও। খেলা শেষে মাঠে পৌঁছে দেশের বর্তমান অধিনায়ক কাঁধে তুলে নেন প্রাক্তন অধিনায়ক’কে। নিঃসন্দেহে এবছর টি ২০ বিশ্বকাপের অন্যতম সেরা মুহুর্ত এইটি।
Same Rohit same! 🥹🥹#INDvPAK #ViratKohli @imVkohli @ImRo45 @hardikpandya7 pic.twitter.com/e9FuNguCAs
— Punjab Kings (@PunjabKingsIPL) October 23, 2022
This picture is precious and priceless – Virat Kohli “The GOAT”. pic.twitter.com/CwOpLwEuXs
— CricketMAN2 (@ImTanujSingh) October 23, 2022
খেলার শেষ দিকে ভারতের জয় পাওয়াটা খুব কঠিন হয়ে পড়েছিলো। জিততে ৮ বলে ২৮ রান প্রয়োজন ছিলো ভারতের। তখন কোহলি দলের উপর তৈরী চাপ কমাতে হারিস রাউফ’কে দুটো ছক্কা মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শেষ ছয় বলে টিম ইন্ডিয়ার জিততে আর প্রয়োজন ছিলো ১৬ টা রান। আর তারপর কি হয়েছে সেটা সবাই জানে, ম্যাচ জেতার পর বাকরুদ্ধ হয়ে পড়েন রোহিত, তিনি বলেছেন –
“আমি ড্রেসিংরুমে ছিলাম তখন। আমার কাছে কোনও শব্দ আর অবশিষ্ট ছিলো না। আমরা চেয়েছিলাম একেবারে খেলার শেষ অবধি ক্রিজে থাকতে। বিরাট-হার্দিকের পার্টনারশিপটাই খেলা ঘুরিয়ে দিলো। পিচের আচড়ন অদ্ভুত ছিলো আজ, স্যুইং, সিম দারুন হচ্ছিলো। বোলারদের জন্যে বিষয়টা ভালো। পাকিস্তান’ও ভালো খেলেছিলো। ইফতিকার – মাসুদ ভালো পার্টনারশিপ জুড়েছিলো। আমরা তখন’ই বুঝেছিলাম এই রান তাড়া করতে নিজেদের জান লড়িয়ে দিতে হবে।”
শুধু মাত্র তাই নয়, ভারতের হয়ে কোহলির খেলা অন্যতম সেরা ইনিংস এটাই বলে জানিয়েছেন রোহিত শর্মা, তার বক্তব্য – পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে কোহলি-হার্দিক জুঁটির দারুণ প্রশংসা করলেন রোহিত। আর ৫৩ বলে ৮২* রানের ইনিংস খেলা সতীর্থ কোহলির কথা বলতে গিয়ে আবেগ চুইয়ে পড়লো তার মুখ থেকে। রোহিতের কথা এটাই ভারতের হয়ে খেলা বিরাট কোহলির সেরা ইনিংস। (T20 World Cup 2022)
“হার্দিক, কোহলি দুজনেই খুব অভিজ্ঞ ক্রিকেটার। কঠিন সময় মাথা ঠান্ডা রেখে খেলাটাকে এগিয়ে আসতে যাওয়া খুব সহজ কোনও কাজ নয়। ওদের খেলা আমাদের আত্মবিশ্বাস দেবে। এমন ম্যাচ জেতানো খুব কঠিন। আমরা আজ কখনোই জেতার মতো পরিস্থিতি’তে ছিলাম না। তাই যেভাবে জিতলাম, সেটা খুবই আনন্দ দিচ্ছে।
বিরাটকে কুর্নিশ আজ যেভাবে ব্যাটিং করেছে। এটাই ওর ভারতের হয়ে খেলা অন্যতম সেরা ইনিংস। আমি সমর্থক’দের ধন্যবাদ জানাই, তাদের পাশে থাকাটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, সে যেখানেই খেলতে যাইনা কেনো।”
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : “এটাই কোহলির ভারতের হয়ে খেলা সেরা ইনিংস” : বললেন রোহিত শর্মা