IPL 2023 : ঋষভ পন্ত ওপেন করলে ভুগবে দিল্লি ক‍্যাপিটালস, আশঙ্কা প্রকাশ করলেন ওয়াসিম জাফর

0
16
Delhi Capitals will suffer if Rishabh Pant opens in IPL 2023 Wasim Zafar expressed fear
Delhi Capitals will suffer if Rishabh Pant opens in IPL 2023 Wasim Zafar expressed fear

IPL 2023 : ২০২৩ সালের আইপিএলে দিল্লি ক‍্যাপিটালসের হয়ে ওপেন করতে চলেছেন ঋষভ পন্ত, এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর‌।

ভারতের জাতীয় টি টোয়েন্টি দলে নিজের স্থান নিশ্চিত করতে এমন চিন্তা ভাবনা করছেন পন্ত, তাই এক্ষেত্রে নিজেকে প্রমাণ করার জন্যে আগামী বছরের আইপিএল টাকেই মঞ্চ হিসেবে ব‍্যবহার করতে চাইবেন তিনি। এমনটাই মনে করেন ওয়াসিম জাফর। কিন্তু পন্ত যদি চান দিল্লি ক‍্যাপিটালস দলের ভারসাম্য বজায় রাখতে চায়, তাহলে তার ওপেন করাটা একেবারেই ঠিক হবেনা বলেই মত জাফরের। (IPL 2023)

ESPN Cricinfo কে এব‍্যাপারে আলোচনা করার সময় ওয়াসিম জাফর বলেছেন –

“আমার মন বলছে ঋষভ পন্ত, আসছে আইপিএলে দিল্লি ক‍্যাপিটালসের হয়ে ওপেন করবে বলে মনোস্থির করে ফেলেছে। যাতে ভবিষ্যতে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ওপেন করার সুযোগ পায়। কিন্তু ও যদি ওপেন করতে আসে, তাহলে ডেভিড ওয়ার্নারকে তিন নম্বরে ব‍্যাট করতে আসতে হবে। এর ফলে একটা সমস্যার সৃষ্টি হবে, কে কোথায় ব‍্যাট করবে ? সেটা নিয়ে।

তাই আইপিএলে যদি ঋষভ পন্ত ওপেন করার ব‍্যাপারে চিন্তা ভাবনা করে, তাহলে দিল্লি ক‍্যাপিটালস দারুণ সমস্যার সন্মুখীন হবে।”

আরও পড়ুনঃ IPL 2023 : আসন্ন আইপিএল মরশুমে হার্দিকের নেতৃত্বে খেলতে মরীয়া আইরিশ তারকা জোশুয়া‌ লিটল

সদ‍্য নিউজিল্যান্ড সফরের টি টোয়েন্টিতে ওপেন করতে দেখা গেছিলো ঋষভ পন্তকে। সেই ঘটনার রেশ টেনে এদিন এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন ওয়াসিম জাফর। প্রসঙ্গত গতবারের আইপিএলে পৃথ্বী শাহ এবং ডেডিড ওয়ার্নার ওপেন করেছিলেন দিল্লি ক‍্যাপিটালসের হয়ে। (IPL 2023)

Delhi Capitals Squad for IPL 2023 : 

Rishabh Pant (c), David Warner, Prithvi Shaw, Ripal Patel, Rovman Powell, Sarfaraz Khan, Yash Dhull, Mitchell Marsh, Lalit Yadav, Axar Patel, Anrich Nortje, Chetan Sakariya, Kamlesh Nagarkoti, Khaleel Ahmed, Lungi Ngidi, Mustafizur Rahman, Aman Khan, Kuldeep Yadav, Praveen Dubey, Vicky Ostwal, Ishant Sharma, Phil Salt, Mukesh Kumar, Manish Pandey, Rilee Rossouw.

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : লিটনকে দাড়াতেই দিলেন না সিরাজ, দেখুন ভিডিও