IND vs NZ 2022 – রোববার বে ওভালে চলতি টি টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দিলো ভারতীয় ক্রিকেট দল। ম্যাচে নিউজিল্যান্ড’কে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ‘মেন ইন ব্লু’। একদিকে যেমন ব্যাট করতে নেমে বিধ্বংসী সেঞ্চুরি করলেন সূর্য কুমার যাদব, তেমনি বোলিং করতে গিয়ে ৪ উইকেট নিয়েছেন দীপক হুডা।
ব্যাট হাতে দলকে নির্ভরতা দিতে না পারলেও এদিন হুডার বোলিং পারফরম্যান্স ছিলো নজরকাড়া। কোটার ৪ ওভার বোলিং না করেই দুর্দান্ত রেকর্ড গড়লেন তিনি। ১০ রান দিয়ে তুলে নিলেন ৪ উইকেট। আর এমন পারফরম্যান্সের মধ্যে দিয়ে ভেঙে দিলেন মিচেলে স্যান্টনারের রেকর্ড। (IND vs NZ 2022)
ভারত – নিউজিল্যান্ড টি ২০ ম্যাচে এতোদিন সেরা বোলিং ফিগার ছিলো মিচেল স্যান্টনারের। ২০১৬ সালে নাগপুরে এই ভারতীয় স্পিনার ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। এদিন ১০ রানে ৪ উইকেট তুলে নিয়ে সেই রেকর্ড ভেঙে দিলেন দীপক হুডা। (IND vs NZ 2022)
এদিন, ম্যাচে বোলিং করতে দেখা যায়নি হার্দিক পান্ডিয়া’কে, জেতার পর ভারত অধিনায়ক বলেছেন –
“বোলিং বিভাগে বিকল্পের প্রয়োজন আছে আমার। সব দিন সাফলতা পাওয়া যাবে না। কিন্তু বেশি পরিমাণে ব্যাটার’র বোলিং করতে পারলে দলের লাভ। বিকল্প থাকবে। সবাই সুযোগ পাক, সেটা চাই আমি।”
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : রোনাল্ডো – মেসির ভাইরাল ছবিতে কমেন্ট করলেন কোহলি
Deepak Hooda is our Top Performer from the second innings for his brilliant bowling figures of 4/10 in 2.5 overs.
— BCCI (@BCCI) November 20, 2022
A look at his bowling summary here 👇👇#NZvIND pic.twitter.com/DiKpeIFyOn
অধিনায়ক হিসেবে সাফলতার রহস্য কি, সেটা জানতে চাওয়া হলে হার্দিক বলেন –
“সবাইকে স্বাধীনতা দিতে আমি ভালোবাসি। দলের প্রত্যোকে জানে, কখন কি করণীয়। তাই মাঠে বাড়তি চাপ দেওয়ার দরকার থাকেনা। সেরা খেলাটা স্বাধীন ভাবে খেললে বেড়িয়ে আসে।”
আগামী মঙ্গলবার নেপিয়ারে দুপুর ১২ টা সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে দুই দল।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : সূর্যের শট দেখে মাথা ঘুরলো নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনের