ঢাকা’র মীরপুরে আগামীকাল অর্থাৎ রবিবার বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN 2022) তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে ভারত। ইতিমধ্যেই চোটের জেরে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। তার পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে উদীয়মান পেসার উমরান মালিক’কে।
আসন্ন সিরিজের জন্য ঢাকায় পা রাখতেই ঘোর সমস্যায় পড়েছেন ভারতের আরেক পেসার দীপক চাহার। বিমান সংস্থার গাফিলতিতেই ম্যাচের আগে উদ্বিগ্ন তিনি। (IND vs BAN 2022)
কার্যত, চাহার ঢাকায় বাংলাদেশ সফররত ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন সরাসরি নিউজিল্যান্ড থেকে। সেখান থেকে তিনি মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানে পৌঁছেছেন শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর, ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দরদের সঙ্গে। ক্রাইস্টচার্চ থেকে কুয়ালালামপুর হয়ে তারা ঢাকায় পৌঁছেছেন। এরপর আজ ট্যুইটারে নিজের জঘন্য অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন দীপক চাহার। ঢাকায় পৌঁছে তিনি জানতে পারেন তার লাগেজই আসেনি। (IND vs BAN 2022)
চাহার ট্যুইটারে একটি পোস্ট করে এদিন সকালে লেখেন –
“মালয়েশিয়া এয়ারলাইন্সে খুবই খারাপ অভিজ্ঞতার সাক্ষী হলাম। প্রথমে বিমানের সময় পরিবর্তনের কথা আগাম জানানো হয়নি। বিজনেস ক্লাসে কোনও খাবারও ছিল না। তার উপর লাগেজের জন্য ২৪ ঘণ্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ, ফলে পরিস্থিতি যে কী সেটা সকলেই কল্পনা করতে পারবেন।”
এরপরই মালয়েশিয়া এয়ারলাইন্সের তরফে ট্যুইট করে ক্ষমা চেয়ে জানানো হয়, এই অসুবিধার কথা জানানোর জন্য ধন্যবাদ। যাতে সব বিমান সঠিক সময় অনুযায়ী চলে তা সুনিশ্চিত করতে সংস্থা বদ্ধপরিকর। কিন্তু সেরা প্রয়াস সত্ত্বেও অপারেশনাল, টেকনিক্যাল বা আবহাওয়া সংক্রান্ত কারণে দেরি হয়ে যায় বা বিমান বাতিল করতে হয়।
Had a worse experience traveling with Malaysia airlines @MAS .first they changed our flight without telling us and no food in Business class now we have been waiting for our luggage from last 24hours .imagine we have a game to play tomorrow 😃 #worse #experience #flyingcar
— Deepak chahar 🇮🇳 (@deepak_chahar9) December 3, 2022
>>> may be unavoidable due to operational, weather-related, and technical reasons. We apologise for the inconvenience caused. We would recommend for you fill in the Customer Feedback form via this link: https://t.co/b8l9iPIpA6. >>>
— Malaysia Airlines (@MAS) December 3, 2022
Not working
— Deepak chahar 🇮🇳 (@deepak_chahar9) December 3, 2022
চাহারের অসুবিধার জন্য ক্ষমা চেয়ে তাকে অনুরোধ করা হয় একটি ফিডব্যাক ফর্ম ভরে দিতে। কাস্টোমার রিলেশনস টিমের তরফে এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হবে এবং ফর্মটি পূরণ করে জমা দিলে কেস রেফারেন্স নম্বর দেওয়া হবে বলেও জানানো হয়। যদিও ফর্ম ফিল-আপ করতে গিয়ে ব্যর্থ হন চাহার, জানান লিঙ্কটি কাজই করছে না। (IND vs BAN 2022)
চাহার আজ ভারতীয় দলের অনুশীলনের আগে এই ট্যুইটটি করেন। তবে ভারতীয় দলের বাকি সতীর্থদের লাগেজ পৌঁছেছে কিনা সে ব্যাপারে তার ট্যুইটে কিছু উল্লেখ করেননি। পরবর্তীতে বিমান সংস্থার তরফে আবারও জানানো হয়েছে যে, বিমানবন্দর ছাড়ার আগে মিসহ্যান্ডলড লাগেজ অফিসে বিষয়টি জানালে এই সমস্যা হতো না। প্রথম ম্যাচে মহম্মদ সিরাজের সঙ্গে নতুন বলে চাহারেরই শুরু করার কথা। কিন্তু লাগেজ বিভ্রাটে তিনি আদৌ প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। (IND vs BAN 2022)
India’s squad for IND vs BAN 2022 Series :
Rohit Sharma (C), KL Rahul (VC), Shikhar Dhawan, Virat Kohli, Rajat Patidar, Shreyas Iyer, Rahul Tripathi, Rishabh Pant (WK), Ishan Kishan (WK), Shahbaz Ahmed, Axar Patel, Washington Sundar, Shardul Thakur, Mohd. Siraj, Deepak Chahar, Kuldeep Sen, Umran Malik.