David Warner : আমরা ফিরে এসেছি, সোশ্যাল মিডিয়ায় মেয়ে কে নিয়ে মজার ভিডিও পোস্ট করলেন ওয়ার্নার

0
19
David Warner : “We are back” – David Warner rings in New Year with daughter in heartwarming post – WATCH
David Warner : “We are back” – David Warner rings in New Year with daughter in heartwarming post – WATCH

David Warner – নতুন বছর শুরুর দিন মেয়ের সাথে দারুণ মজার টিকটক রিল শেয়ার করলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গতবছর কেরিয়ারের শততম টেস্ট ম্যাচটা স্মরণীয় করে রেখেছিলেন ডেভিড ওয়ার্নার, ডবল সেঞ্চুরি করে। বিশ্ব ক্রিকেটের ইতিহাসের আর মাত্র একজন ক্রিকেটার আছেন যিনি তার শততম টেস্টে ডবল সেঞ্চুরি ক‍রেছিলেন। (David Warner)

এদিন সাউথ আফ্রিকার বোলারদের বেধড়ক পিটিয়েছেন ওয়ার্নার। একদম রেয়াত করেননি তিনি কাউকে। এমনটাই বলা চলে। এটাই তার টেস্ট কেরিয়ারের তিন নম্বর ডবল সেঞ্চুরি। ২৫৪ বলে ২০০ রান করেন ওয়ার্নার, ১৬ টা চার এবং ২ টো ছক্কা মেরে। এর আগে কেরিয়ারের শততম টেস্টে ডবল সেঞ্চুরি ক‍রার রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট।

এই টেস্ট সিরিজ শুরুর আগে প্রবল সমালোচনা হজম করতে হয়েছিল ওয়ার্নারকে। অনেকেই তার টেস্টে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলো। এছাড়া টেস্ট ক্রিকেটে এবছরটা ভালো যায়নি ওয়ার্নারের। মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি এবছর, পাকিস্তানের বিরুদ্ধে। তাই স্বাভাবিক ভাবেই এদিন ডবল সেঞ্চুরী করে সকল সমালোচনার যোগ‍্য জবাব দিলেন ওয়ার্নার।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : রোনাল্ডোর আল নাসরে চুক্তির সম্পর্কে কোনও ভূমিকা পালন করেননি জর্জ মেন্ডেস 

সংশ্লিষ্ট ম‍্যাচে সেঞ্চুরি করার পর কেদেই ফেলেছিলেন ওয়ার্নার। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি তার পক্ষে। রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করার নজির গড়েছেন। বিশ্ব ক্রিকেটে মোট দশ জন ক্রিকেটারের এই বিশেষ নজির গড়ার রেকর্ড আছে।

এদিন খেলাকালীণ পায়ে খিঁচুনি ধরেছিলো ওয়ার্নারের। কিন্তু তা সত্বেও খেলা চালিয়ে যান তিনি। পরবর্তী সময়ে রিটায়ার্ড হার্ট নিতে বাধ‍্য হন। তাই আপাতত কেরিয়ারের শততম টেস্টে ডবল সেঞ্চুরি করে অপরাজিত আছেন ওয়ার্নার। কেরিয়ারের শততম ওয়ানডে ম‍্যাচেও সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। ভারতের বিপক্ষে সেই ম‍্যাচ খেলেছিলেন তিনি।

আরও পড়ুনঃ Ashton Agar : ভারতে টেস্ট ম‍্যাচ খেলার জন্যে মুখিয়ে আছেন অ্যাস্টন অ্যাগার