David Warner – আগামী বছর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ডেভিড ওয়ার্নার। তবে দেশের হয়ে সাদা বলের ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি। টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে ছিটকে যাওয়ার পর এরকম মন্তব্য করেছেন ওয়ার্নার।
“প্রথমে টেস্ট থেকে অবসর নেবো। হয়তো এটা আমার টেস্ট ক্রিকেটের শেষ ১২ মাস।” – ‘Triple M’s Deadset Legends’ show’তে এ কথা বলেছেন ডেভিড ওয়ার্নার (David Warner)।
তিনি আরো বলেন,
“এরকম ভাবে পরিকল্পনা করেছিলাম। ২০২৩ এর ৫০ ওভারের বিশ্বকাপ, ২০২৪ এর টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই পরিকল্পনা করেছি।”
৩৬ বছর বয়সী বাঁ – হাতি ব্যাটার ওয়ার্নার (David Warner) ২০১১ সালে অভিষেকের পর এখনও অবধি ৯৬ টা টেস্ট খেলেছেন। ৪৬.৫২ গড়ে করেছেন ৭৮১৭ রান। টেস্টে করেছেন ২৪ টা সেঞ্চুরি, ৩৪ টা হাফ সেঞ্চুরি।
এছাড়া দেশের হয়ে ১৩৮ টা ওয়ানডে ম্যাচ খেলে ৫৭৯৯ রান করেছেন ওয়ার্নার (David Warner) ৪৪.৬০ গড়ে। ৯৯ টি ২০ ম্যাচে ৩২.৮৮ গড়ে ২৮৯৪ রান করেছেন।
২০২৩ সালে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটে ঠাসা। এরমধ্যে ফেব্রুয়ারি-মার্চ মাসে বর্ডার – গাভাস্কার ট্রফি, জুন – জুলাইতে ইংল্যান্ড অ্যাশেজ আছে।
আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ। এর পরের বছর ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় আয়োজন হবে টি ২০ বিশ্বকাপ। এই দুটো টুর্নামেন্টে খেলবেন বলে মনোস্থির করেছেন ওয়ার্নার।
“আমি সাদা বলের ক্রিকেট খেলতে খুব পছন্দ করি।”
এবছর টি ২০ বিশ্বকাপে একেবারেই ছন্দে ছিলেন না ওয়ার্নার, গড় ছিলো ১১। কিন্তু দেশের হয়ে টি ২০ ফর্ম্যাট ছাড়ার কোনও চিন্তা ভাবনা নেই তার।
“টি ২০ ক্রিকেট আমার ভালোবাসা। ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপ খেলার জন্যে মুখিয়ে আছি। যারা আমাকে মনে করে ফুরিয়ে গেছি। বুড়িয়ে গেছি। তারা দেখতে দাখুন।”
আরও পড়ুনঃ IPL 2023 : কাউন্টি ক্রিকেট খেলবেন বলে IPL কে টাটা বললেন KKR তারকা