IND vs SL 2023 : অধিনায়কোচিত পারফরম্যান্স দিয়ে দারুন খুশি শানাকা

0
16
Dasun Shanaka is very happy with his captaincy performance in IND vs SL 2023 2nd T20 match
Dasun Shanaka is very happy with his captaincy performance in IND vs SL 2023 2nd T20 match

চলতি সিরিজের (IND vs SL 2023) দ্বিতীয় টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে৷ শ্রীলঙ্কার দেওয়া ২০৭ রানের লক্ষ্য চেজ করতে নেমে, মাত্র ১৯০ রানেই থামতে হয় হার্দিক’দের। ১৬ রানের এই জয়ে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা দল।

এইদিন ব্যাটে-বলে সমান নৈপুণ্যে জয়ের নায়ক লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। এদিন, টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে শ্রীলঙ্কা। ৮.২ ওভারে দলীয় ৮০ রানে প্রথম উইকেটের পতন হয় শ্রীলঙ্কার। (IND vs SL 2023)

৩১ বলে ৫২ রান করে ফেরেন কুশল মেন্ডিস। তবে মাত্র ৩ রান যোগ করেই ফেরেন ভানুকা রাজাপাকশে। এরপর ৩৫ বলে ৩৩ রান করে পাথুম নিশানকা ও ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন ধনঞ্জয়া ডি’সিলভা। ২২ বলে ৫৬ রান করেন দাসুন শানাকা।

পরবর্তীতে ২০৭ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। টিম ইন্ডিয়া এই ম্যাচে ৫৭ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। ইশান কিষাণ ২, শুভমান গিল ৫, রাহুল ত্রিপাঠি ৫, অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১২ ও দীপক হুডা ফিরে যান ৯ রান করে। (IND vs SL 2023)

তবে একপ্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সূর্যকুমার যাদব। তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন অক্ষর প্যাটেল। জয়ের জন্য শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২১ রানের। তবে দাসুন শানাকার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ ওভারে মাত্র ৪ রান সংগ্রহ করতে পারে ভারত। শানাকা তুলে নেন অক্ষর ও মাভির উইকেট। ফলে ১৯০ রানে থামে ভারতের ইনিংস।

অক্ষর করেন ৩১ বলে ৬৫ রান, মাভির ব্যাটে আসে ১৫ বলে ২৬ রান। শানাকা ছাড়াও লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মাদুশঙ্কা ও কাসুন রাজিথা।

আরও পড়ুনঃ Asia Cup 2023 : “আমাদের পিএসএল’এর সূচিটাও আপনিই ঠিক করে দিন !”, জয় শাহের চরম সমালোচনা করলেন নাজাম শেঠি

এদিন ব্যাট হাতে ৫৬ রান করার পর বল হাতে ২ টি উইকেট তুলে নেন দাসুন শানাকা। সেটাকে মাথায় রেখেই ম্যাচের সেরা বাছা হয় লঙ্কা অধিনায়ককে। (IND vs SL 2023) খেলা শেষ হওয়ার পর তিনি বলেন –

“এটা সত্যিই অধিনায়কের মতো পারফরমেন্স হয়েছে। এদিন দলের ওপেনাররাই শুরুটা দারুণ করেছিল। রান তাড়া করার সময় ভারতীয় ব্যাটসম্যনরা দারুণ ব্যাট করেছে। ম্যাচটা ওরা বারই করে নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা নিজেদের নার্ভ ধরে রেখেছিলাম। এমন একটা শক্তিশালী দলের বিরুদ্ধে জয় সত্যিই তৃপ্তি দেয়।”

আরও পড়ুনঃ Shreyas Iyer : সমালোচকদের সমালোচনাকেই নিজের সেরাটা বের করে আনতে কাজে লাগান শ্রেয়াস