
Cristiano Ronaldo – নভেম্বর মাসে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর একাধিক ক্লাবের সাথে তার নাম জড়িয়েছিলো। এরপর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন রোনাল্ডো। মধ্য প্রাচ্যের এই ক্লাবে আড়াই বছরের চুক্তি তার।
৩ রা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্লাবের দর্শকদের সামনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন ক্লাব বরণ করে নেন এই পোর্তুগিজ সুপারস্টার ফুটবলারকে। সরকারি ভাবে সেই সব অনুষ্ঠানের শেষে সতীর্থদের সাথে অনুশীলন করতেও দেখা গেছে তাকে। (Cristiano Ronaldo)
রোনাল্ডোর জীবনে ইউরোপীয়ান ফুটবলার আসরে খেলার ইতি ঘটলেও, এখনও যে তাকে ঘিরে কোনও উন্মাদনা বিন্দুমাত্র কমেনি, সেটা এদিন উন্মাদনায় স্পষ্ট। রোনাল্ডোর নয়া ক্লাবে যোগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকে গোটা বিশ্ব জুড়ে তার ছড়িয়ে ছিটিয়ে ফ্যানেরা এখন অপেক্ষায় আছেন তার মাঠে নামার। জেনে নিন কবে ফের মাঠে নামবেন রন।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অথবা তার নতুন ক্লাবের তরফে এখনও জানানো হয়নি কবে মাঠে নামবেন তিনি। তবে ৫ ই জানুয়ারি আল নাসর ক্লাব, তাদের পরবর্তী ম্যাচ খেলতে নামছে, সেই ম্যাচে হয়তো খেলতে দেখা যেতেও পারে তাকে। ওদিন লিগ টেবিলের সপ্তম পজিশনে থাকা আল তাইয়ের মুখোমুখি হবে এই ক্লাব। ভারতীয় সময় রাত সাড়ে আটটায় শুরু হবে এই ম্যাচ, কিন্তু ভারতের ফুটবল ভক্তদের রোনাল্ডোর ম্যাচ এখনই সরাসরি দেখার কোনও সম্ভাবনা, কারণ সৌদি আরবের লিগ ফুটবল এখনই সরাসরি সম্প্রচার হয়না ভারতে।
৩৭ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এইমুহুর্তে বিশ্বের অন্যতম দামী ফুটবলার। ২০২৫ সাল অবধি আল নাসরে চুক্তিবদ্ধ হয়েছেন। তার প্রতি বছর আয় ১৭৩ মিলিয়ন ইউরো।
আল নাসরের নয়া ফুটবলার হিসেবে এদিন সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে এসেছিলেন রোনাল্ডো। সেখানে তিনি বলেছেন, (Cristiano Ronaldo)
“আমার ক্লাব ফুটবলে ইউরোপের জার্নি শেষ। আমার সব কিছু জেতা হয়ে গেছে। ইউরোপের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্লাবে খেলেছি আমি। এটা আমার কাছে একেবারে সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ।”
আরও পড়ুনঃ PCB : অবশেষে রামিজের মন্তব্যের কড়া জবাব দিলেন বর্তমান পিসিবি প্রধান নাজাম শেঠি
ইউরোপীয়ান ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড আলাদা মার্গের। ৫ বার চ্যাম্পিয়ান্স লিগ জিতেছিলেন তিনি। এরমধ্যে হ্যাটট্রিক আছে তার।
ইংল্যান্ড, স্পেন, ইতালিতে তার ক্লাব ফুটবলে সাফল্য অভাবনীয়। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের হয়ে তার সফল্য চোখ ধাঁধানো। জিতেছেন ৫ বার ব্যালন ডি’অঁর।
ইউরোপের ক্লাব ফুটবলের আসরে মোট ৯৪৯ ম্যাচ খেলেছিলেন রোনাল্ডো সেখানে ৭০১ টা গোল করার পাশাপাশি ২২৩ টা অ্যাসিস্ট করেছেন তিনি।
এইমুহুর্তে সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগদান করেছেন রোনাল্ডো। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে এই ক্লাব। এই মুহূর্তে এই ক্লাবের কোচের ভূমিকায় আছেন ইউরোপীয়ান ফুটবলে পোড় খাওয়া কোচ রুডি গার্সিয়া।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : এমন খেলায় আত্মবিশ্বাস বাড়বে দীপক হুডার, মনে করে ভারতের বিশ্বকাপ জয়ী তারকা