Cristiano Ronaldo : শুধুমাত্র রোনাল্ডোর খবর দিতে হবে বলে লোক নিয়োগ করছে সৌদি আরবের সংবাদ সংস্থা

0
38
Cristiano Ronaldo : Saudi Arabian news outlet to hire world's first 'Cristiano Ronaldo correspondent' after his Al-Nassr move
Cristiano Ronaldo : Saudi Arabian news outlet to hire world's first 'Cristiano Ronaldo correspondent' after his Al-Nassr move

Cristiano Ronaldo – ম‍্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর সবাইকে অবাক করে দিয়ে সৌদি আরবের একটি প্রথম সারির ক্লাবে সই করেছিলেন পর্তুগিজ সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগদান করেছেন রোনাল্ডো। নিঃসন্দেহে এমন পদক্ষেপের ফলে লাভবান হবে এশিয়ান ফুটবল।

বর্তমানে রোনাল্ডো জ্বরে ভুগছে গোটা সৌদি আরব। আর এই জ্বরের মাত্রা বাড়িয়ে এই পাগলামিকে একেবারে অন‍্য এক মাত্রা নিয়ে গেলেন সৌদি আরবের এক সংবাদ প্রকাশনী সংস্থা। (Cristiano Ronaldo)

Arabian Business নামের একটি বিজনেস সংক্রান্ত পোর্টাল বিশ্বের প্রথম ‘Ronaldo Correspondent’ নিয়োগ করে চমক দিয়েছেন। ইতিমধ্যে এবিষয় প্রার্থী নেওয়ার জন্য  বিজ্ঞাপন জারি করেছেন তারা। চাকুরী প্রার্থীর কাজ হবে, আল নাসর ক্লাবের সব ম‍্যাচ ফলো করা এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্পর্কে প্রতি মুহূর্তের আপডেট দেওয়া। (Cristiano Ronaldo)

নভেম্বর মাসে ম‍্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর একাধিক ক্লাবের সাথে তার নাম জড়িয়েছিলো। এরপর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন রোনাল্ডো। মধ্য প্রাচ‍্যের এই ক্লাবে আড়াই বছরের চুক্তি তার।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : দ্বিতীয় টি টোয়েন্টি ম‍্যাচে খেলবেন কি অর্শদীপ সিং, জেনে নিন বিস্তারিত

৩ রা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্লাবের দর্শকদের সামনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন ক্লাব বরণ করে নেন এই পোর্তুগিজ সুপারস্টার ফুটবলারকে। সরকারি ভাবে সেই সব অনুষ্ঠানের শেষে সতীর্থদের সাথে অনুশীলন করতেও দেখা গেছে তাকে। (Cristiano Ronaldo)

রোনাল্ডোর জীবনে ইউরোপীয়ান ফুটবলার আসরে খেলার ইতি ঘটলেও, এখনও যে তাকে ঘিরে কোনও উন্মাদনা বিন্দুমাত্র কমেনি, সেটা এদিন উন্মাদনায় স্পষ্ট। রোনাল্ডোর নয়া ক্লাবে যোগদানের খবর প্রকাশ‍্যে আসার পর থেকে গোটা বিশ্ব জুড়ে তার ছড়িয়ে ছিটিয়ে ফ‍্যানেরা এখন অপেক্ষায় আছেন তার মাঠে নামার। জেনে নিন কবে ফের মাঠে নামবেন রন।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অথবা তার নতুন ক্লাবের তরফে এখনও জানানো হয়নি কবে মাঠে নামবেন তিনি। তবে ৫ ই জানুয়ারি আল নাসর ক্লাব, তাদের পরবর্তী ম‍্যাচ খেলতে নামছে, সেই ম‍্যাচে হয়তো খেলতে দেখা যেতেও পারে তাকে। ওদিন লিগ টেবিলের সপ্তম পজিশনে থাকা আল তাইয়ের মুখোমুখি হবে এই ক্লাব। ভারতীয় সময় রাত সাড়ে আটটায় শুরু হবে এই ম‍্যাচ, কিন্তু ভারতের ফুটবল ভক্তদের রোনাল্ডোর ম‍্যাচ এখনই সরাসরি দেখার কোনও সম্ভাবনা, কারণ সৌদি আরবের লিগ ফুটবল এখনই সরাসরি সম্প্রচার হয়না ভারতে।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : টি টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন সঞ্জু স‍্যামসন, ভারতের দলে সুযোগ পেলেন এই উদীয়মান তারকা