Cristiano Ronaldo : নয়া সাক্ষাৎকারে গুরু ফার্গুসনের প্রতি শ্রদ্ধা ঝড়লো রোনাল্ডোর গলা থেকে

0
23
Cristiano Ronaldo recently heaped praise on legendary Manchester United coach Sir Alex Ferguson
Cristiano Ronaldo recently heaped praise on legendary Manchester United coach Sir Alex Ferguson

Cristiano Ronaldo – কিংবদন্তি ম‍্যানচেস্টার ইউনাইটেডের কোচ স‍্যার আলেক্স ফার্গুসনের সম্প্রতি ভূয়সী প্রশংসা করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার কোচিংয়ে মাত্র আঠেরো বছর বয়সে রোনাল্ডোর অভিষেক হয়ছিল ম‍্যানচেস্টার ইউনাইটেডে।

২০০৩ সালে পর্তুগালের স্পোর্টিং সিটি থেকে প্রথম বার ম‍্যানচেস্টার ইউনাইটেডে যোগদান করেন রোনাল্ডো। ফার্গুসনের কোচিংয়ে তার কিংবদন্তি ফুটবলার হিসেবে নিজেকে গড়ে তোলার কাজ শুরু হয়েছিলো। (Cristiano Ronaldo)

আরও পড়ুনঃ Dhoni : পন্তকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ধোনি

ফার্গুসনকে “অসাধারণ একজন শিক্ষক” বলেছিলেন রোনাল্ডো তার সাম্প্রতিক তম সাক্ষাৎকারে। তার সাক্ষাৎকারে উঠে এসেছে ২০০৮ সালে চ‍্যাম্পিয়ান্স লিগের ফাইনাল চেলসি – ম‍্যানচেস্টার ইউনাইটেডের প্রসঙ্গ। তিনি বলেন –

“তিনি বস ছিলেন। একজন প্রকৃত নেতা। তাকে দলের প্রতিটা ফুটবলার অনুসরণ করতো, তার আইডিয়া, স্ট্রাটেজি সবটাই। আমি আগেও অনেকবার বলেছি, এখনও ফের বলবো ফুটবলের জগতে তিনি আমার বাবা, আমি যখন ১৮ বছর বয়সে প্রথমে ম‍্যানচেস্টার ইউনাইটেডে আসি, উনি আমাকে একেবারে সঠিক পথে চালনা করেছিলেন।

ওনার শিক্ষা আমাকে আজ এই জায়গায় পৌঁছে দিতে সাহায্য করেছে। আমার জন্যে উনি যা করেছেন, তার জন্যে আমি ঋণি।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : সূর্য কুমার যাদবের ব‍্যাটিং কোচ এখন চাহাল