Cristiano Ronaldo – কেরিয়ারের নয়া ঠিকানা আল নাসরে পৌঁছে গেছেন পর্তুগিজ সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার মধ্য প্রাচ্যে আরবিয়ান প্রো লিগের ক্লাব আল নাসরে যোগদান করলেন তিনি।
৩৭ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এইমুহুর্তে বিশ্বের অন্যতম দামী ফুটবলার। ২০২৫ সাল অবধি আল নাসরে চুক্তিবদ্ধ হয়েছেন। তার প্রতি বছর আয় ১৭৩ মিলিয়ন ইউরো।
আল নাসরের নয়া ফুটবলার হিসেবে এদিন সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে এসেছিলেন রোনাল্ডো। সেখানে তিনি বলেছেন, (Cristiano Ronaldo)
“আমার ক্লাব ফুটবলে ইউরোপের জার্নি শেষ। আমার সব কিছু জেতা হয়ে গেছে। ইউরোপের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্লাবে খেলেছি আমি। এটা আমার কাছে একেবারে সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ।”
ইউরোপীয়ান ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড আলাদা মার্গের। ৫ বার চ্যাম্পিয়ান্স লিগ জিতেছিলেন তিনি। এরমধ্যে হ্যাটট্রিক আছে তার।
Cristiano Ronaldo:
— CristianoXtra (@CristianoXtra_) January 3, 2023
“My work in Europe is done. I played for the biggest clubs.”pic.twitter.com/hyC2WcohlY
আরও পড়ুনঃ IND vs SL 2023 : অভিষেকে নজরকাড়া পারফরম্যান্স শিবম মাভির, জয় দিয়ে বছর শুরু ভারতের
ইংল্যান্ড, স্পেন, ইতালিতে তার ক্লাব ফুটবলে সাফল্য অভাবনীয়। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের হয়ে তার সফল্য চোখ ধাঁধানো। জিতেছেন ৫ বার ব্যালন ডি’অঁর।
ইউরোপের ক্লাব ফুটবলের আসরে মোট ৯৪৯ ম্যাচ খেলেছিলেন রোনাল্ডো সেখানে ৭০১ টা গোল করার পাশাপাশি ২২৩ টা অ্যাসিস্ট করেছেন তিনি।
এইমুহুর্তে সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগদান করেছেন রোনাল্ডো। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে এই ক্লাব। এই মুহূর্তে এই ক্লাবের কোচের ভূমিকায় আছেন ইউরোপীয়ান ফুটবলে পোড় খাওয়া কোচ রুডি গার্সিয়া।
আরও পড়ুনঃ PAK vs NZ 2nd Test : বছর বদলে গেলেও, বদলালো না পাকিস্তান, দেখুন বাবর আজমের কীর্তি