Cristiano Ronaldo Jr : ম‍্যানচেস্টার ইউনাইটেড ছাড়লো রোনাল্ডোর ছেলে

0
1294
Cristiano Ronaldo Jr : Cristiano Ronaldo Jr leaves Man Utd youth team after his dad has contract terminated
Cristiano Ronaldo Jr : Cristiano Ronaldo Jr leaves Man Utd youth team after his dad has contract terminated

Cristiano Ronaldo Jr – গত কয়েক মাস জুড়ে বিতর্কের মধ্যে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপ শুরুর আগেই পিয়ারস মর্গ‍্যানকে একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। তার জেরে ম‍্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে হয় তাকে, এবার বাবার পথেই হাটতে চলেছে তার ছেলে, ম‍্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র।

২০২১ সালের ট্রান্সফার উইন্ডোতে ফের ম‍্যানচেস্টার ইউনাইটেডে যোগদান করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সময় তার ছেলেও যোগদান করেছে ক্লাবের আকাডেমিতে। কিন্তু বাবার ক্লাব ছাড়ার পর এবার ছেলেও ছাড়তে চলেছেন ক্লাব। ফিরতে চলেছেন রোনাল্ডোর পূর্ব ক্লাব রিয়াল মাদ্রিদে। (Cristiano Ronaldo Jr)

এবারের বিশ্বকাপ থেকে পর্তুগাল ছিটকে যাওয়ার পর রোনাল্ডো নিজেও ফিরে এসেছিলেন রিয়াল মাদ্রিদে। স্প‍্যানিশ ক্লাবের মাঠেই অনুশীলন নিচ্ছিলেন তিনি। সেই খবর এসেছিলো প্রকাশ‍্যে। (Cristiano Ronaldo Jr)

এদিকে, নটিংহ‍্যাম ফরেস্টের বিরুদ্ধে ৩-০ গোলে জয় দিয়ে শুরু হলো রোনাল্ডো পরবর্তী ম‍্যানচেস্টার ইউনাইটেড যুগ।

আরও পড়ুনঃ Neymar : ডাইভ মেরে লাল কার্ড দেখলেন নেইমার

ম‍্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর দ্বিতীয় মেয়াদ শেষ হয়েছিলো বিশ্বকাপের আগেই। ওই সময় পিয়ারস মর্গ‍্যানকে দেওয়া তার বিস্ফোরক সাক্ষাৎকারের জেরে এই সমস্যা। এরিক টেন হ‍্যাগ ম‍্যান ইউয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে ম‍্যান ইউতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জামানার শেষ হচ্ছিলো, দাপট কমছিলো পর্তুগিজ সুপারস্টারের।

টেন হ‍্যাগ জমানায় ইংল্যান্ডের ফুটবলার রাশফোর্ডের উঠে আসা।বিশ্বকাপের মঞ্চেও দাপুটে ফুটবল উপহার দিয়েছিলেন রাশফোর্ড, সেই ফর্ম বিশ্বকাপের মঞ্চেও বজায় ছিলো। এরিকসনের পাস থেকে ম‍্যাচের প্রথম গোলটা করেন রাশফোর্ড।

ম‍্যাচে খেলেননি ফরেস্টের ফাস্ট চয়েস গোলকিপার ডিন হেন্ডেরসন। প্রথম গোল হজম করার মিনিট তিনেকের মধ্যে দ্বিতীয় গোলটা হজম করে ফরেস্ট। শেষ গোলটি করেন ফ্রেড, ক‍্যাসেমিরোর পাস থেকে ম‍্যাচের ৮৭ মিনিটে।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে কোহলির বাদ পড়া নিয়ে প্রশ্ন তুললেন তার ছোটবেলার কোচ